তথ্যপ্রযুক্তি

আবার উড়ল ফেসবুকের বিশাল ড্রোন

ফেসবুকের বিশাল সৌরচালিত ড্রোনটি দ্বিতীয়বারের মতো আকাশে উড়েছে। বৃহস্পতিবার বিষয়টি জানিয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ইউমা প্রোভিং গ্রাউন্ড থেকে ২২ মে তাদের অ্যাকিলা ড্রোনটিকে দ্বিতীয়বারের মতো ওড়ানো হয়েছে।

Advertisement

ফেসবুকের অ্যারোনটিক্যাল প্লাটফর্মসের পরিচালক মার্টিন লুইস গোমেন লিখেছেন, ড্রোনটির ডানার দৈর্ঘ্য একটি বোয়িং ৭৩৭ বিমানের সমান। ১ ঘণ্টা ৪৬ মিনিট উড়ে ড্রোনটি আমাদের পরিকল্পনা মাফিক নির্ধারিত স্থানে অবতরণ করে।

ফেসবুকে এরআগে যখন ড্রোনটিকে নিয়ে এ পরীক্ষা চালিয়েছিল সেবার তারা সফল হয়নি। সেবার ড্রোনটি অবতরণ করতে গিয়ে সমস্যায় পড়ে।

তবে সেবারও ফেসবুক অবশ্য দাবি করেছিল তারা সফল হয়েছে। কয়েকমাস পর ব্লুমবার্গ নিউজ এক প্রতিবেদনে ড্রোনটি অবতরণে সমস্যার কথা জানায়।

Advertisement

এবার তাই সন্দেহ দূর করতে ড্রোনটি অবতরণের একটি ভিডিও প্রকাশ করেছে ফেসবুক।

বিশ্বের প্রত্যন্ত বিভিন্ন এলাকায় ইন্টারনেট পৌঁছে দেয়ার উদ্দেশ্যের কথা জানিয়ে ২০১৫ সালে ড্রোন প্রজেক্ট হাতে নেয় ফেসবুক।

ফেসবুকের উদ্দেশ্যে ড্রোনগুলোকে ৬০ হাজার থেকে ৯০ হাজার ফুট উচ্চতায় ওড়ানো। তবে অ্যাকিলা মাত্র ৩ হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে পেরেছে।

সে হিসেবে এটি মনে করা যেতে পারে যে, উদ্দেশ্যে সফল হতে ফেসবুককে আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে।

Advertisement

তবে এখানেও প্রতিযোগিতা রয়েছে। চীনা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চায়না অ্যাকাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডায়নামিকস সৌরচালিত একটি ড্রোন ৬৫ হাজার ফুটের বেশি উচ্চতায় ওড়াতে সক্ষম হয়েছে। তবে ড্রোনটি কতক্ষণ উড়েছিলে সে বিষয়ে কিছু বলা হয়নি ওই প্রতিবেদনে। তবে সেখানে এটুকু বলা হয়েছিল যে, ড্রোনটি সকালে উড়ে রাতে বিমানবন্দরে ফিরে আসে।

সূত্র : ফরচ্যুন।

এনএফ/এমএস