ভিয়েতনামের ব্লগার নজুয়েন নজক নু কুয়েনহকে ১০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে দেশটির শাসকগোষ্ঠী। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্র দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে সিএনএন।
Advertisement
‘মে ন্যাম’ ছদ্মনামেও ব্লগে লেখালেখি করতেন নজুয়েন। ইংরেজিতে মে ন্যামের অর্থ দাঁড়ায় ‘মাদার মাশরুম’। রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে।
হু উইল স্পিক ইফ ইউ ডোন্ট বা তুমি না বললে বলবে কে- এ বাক্যবন্ধ ব্যবহারের জন্য তিনি বিখ্যাত ছিলেন।
তারা দেশের বিষয়ে চীনের হস্তক্ষেপের বিরোধিতা করে নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণে ২০০৯ সালে প্রথম কর্তৃপক্ষের নজরে পড়েন এই ব্লগার।
Advertisement
ভিয়েতনাম নিউজ এজেন্সি বলছে, ২০১৬ সালের ১০ অক্টোবর তাকে গ্রেফতার করা হয়। বার্তা সংস্থাটির প্রতিবেদনে তাকে রাষ্ট্রবিরোধী প্ররোচক বলে আখ্যা দেয়া হয়েছে।
গ্রেফতার হওয়ার দিনেই তিনি নিজের ফেসবুক অ্যকাউন্ট থেকে শেষবার পোস্ট করেছিলেন।
২০০৯ সালেও ১০ দিনের জন্য গ্রেফতার হয়েছিলেন তিনি। সেবার ব্লগে লেখা ছেড়ে দেয়ার শর্তে ছাড়া পান মাদার মাশরুম।
তবে পাসপোর্ট না পেয়ে আবার লেখা শুরু করেন তিনি।
Advertisement
এনএফ/এমএস