রংপুরের তারাগঞ্জে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ যাত্রী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী এশিয়া ট্রাভেলসের একটি নৈশকোচ তারাগঞ্জের বেলতলী এলাকায় আরভি পেট্রোল পাম্পের দাঁড়িয়ে চাকা মেরামত করছিল। এসময় হানিফ এন্টারপ্রাইজের একটি কোচ ওই এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে এশিয়া ট্রাভেলসের বাসটিকে ধাক্কা দেয়। এতে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজার ও চালকের সহযোগী এবং এশিয়া ট্রাভেলসের একজন যাত্রী মারা যান।
এ ঘটনায় আহত হন আরও কমপক্ষে ২০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে পাঁচ জনের অবস্থার অবনতি ঘটলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় রংপুর-দিনাজপুর মহাসড়কে রাত পৌনে ১২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
জিতু কবীর/এফএ/এমএস