খেলাধুলা

মেক্সিকোকে নিয়ে সতর্ক জার্মানি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় করে দিয়েছে চিলি। ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং মেক্সিকো। কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন মেক্সিকো বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির তুলনায় কিছুটা দুর্বল হলেও তাদেরকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছেন না জার্মান কোচ জোয়াকিম লো। বরং, মেক্সিকানদের বিষয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।

Advertisement

ফুটবলার তুলে আনতে সব সময়ই পারদর্শী জোয়াকিম লো। দীর্ঘদিন জার্মানির কোচ হিসেবে দায়িত্ব পালন করে এ বিষয়টাই তিনি প্রমাণ করেছেন বার বার। এরই ধারাবাহিকতায় ২০১৪ বিশ্বকাপ জিতেছে জার্মানি। সেবারও তিনি বিশ্বকে চমকে দিয়েছিলেন একঝাঁক তরুণ ফুটবলার দলে নিয়ে। এবারও ফিফা কনফেডারেশন্স কাপকে তিনি নিয়েছেন টেস্ট কেস হিসেবে। যেখান থেকে তিনি তুলে আনতে চান একঝাঁক তরুণ ফুটবলারকে।

আগামী বিশ্বকাপের জন্য একটি সেরা দল গঠনের লক্ষ্যে টমাস মুলার, টনি ক্রুস, মেসুত ওজিলদের মতো তারকা ফুটবলারদের বসিয়ে রেখে কনফেডারেশন্স কাপের জন্য দল গঠন করেছেন একেবারে অচেনা-অজানা তরুণ ফুটবলারদের দিয়ে। যে দলটির ফুটবলারদের গড় বয়স মাত্র ২৪। তবুও জার্মানরা শক্তিশালী। কনফেডারেশন্স কাপের মত বৈশ্বিক একটি টুর্নামেন্ট জেতার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। সামনে মেক্সিকো। এরপর চিলি। এরপরই শিরোপার আনন্দে ভাসতে পারবে জার্মানরা।

কিন্তু আঠারো বছর পরে কনফেডারেশন্স কাপ জিততে মরিয়া মেক্সিকোর প্রধান অস্ত্র হ্যাভিয়ের হার্নান্দেজ। তার মতো দলটিতে রয়েছে আরও কয়েকজন অভিজ্ঞ ফুটবলার। তবুও, ফাইনালে ওঠার লড়াইয়ের আগে জার্মানির একঝাঁক তরুণ ফুটবলারই উদ্বেগ বাড়াচ্ছে মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসোরিও’র।

Advertisement

সেমিফাইনালে মাঠে নামার আগের দিন, বুধবার সোচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মেক্সিকো কোচ কার্লোস ওসোরিও। সেখানে তিনি খোলাখুলি বলেছেন, ‘৩০ বছর বয়সে হৃদরোগের চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা শুরু করা ব্যক্তির চেয়ে অনেক বেশি জানে ২১ বছরের ছাত্র। কারণ, তার জরুরি অবস্থায় কাজ করার অভিজ্ঞতা অনেক বেশি থাকে। জার্মানি দলটাও সে রকম।’

এমরে কান, জোসুয়া খিমিচ, শদরান মুস্তাফি, হুলিয়ান ড্রাক্সলারের উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘ওদের বয়স কম ঠিকই; কিন্তু সকলেই অভিজ্ঞ। বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো বিশ্বের সেরা টুর্নামেন্ট খেলেছে ওরা। তাই জার্মানিকে হাল্কাভাবে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।’

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের আগে নিজের শিষ্যদের সতর্ক করে দিয়ে লো বলেছেন, ‘অনুশীলনের পরে অনেক ফুটবলারই নিজেদের উদ্যোগে পেনাল্টি প্র্যাকটিস করে; কিন্তু তা করলে হবে না। পেনাল্টি প্র্যাকটিসেও সমান গুরুত্ব দিতে হবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘২০১৬ ইউরোর সময় ফুটবলারদের বলে দিয়েছিলাম, ট্রেনিংয়ের পরে নিয়মিত পেনাল্টি প্র্যাকটিসের জন্য বাড়তি সময় দিতে হবে। না হলে কিন্তু পেনাল্টি থেকে গোল করা সম্ভব নয়।’

এক বছর আগে ইউরো কাপ সেমিফাইনালে টাইব্রেকারে ইতালিকে হারানোর উদাহরণ দিয়ে লো আরও বলেছেন, ‘ইতালির সিমোনে জাজা দারুণ স্ট্রাইকার। কিন্তু ও মাঠে নেমেছিল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। জাজা-র শট ক্রসবারের উপর দিয়ে উড়ে যেতেই আমরা জিতেছিলাম। প্রস্তুতির অভাবেই ব্যর্থ হয়েছিল সে।’

Advertisement

মেক্সিকোর বিরুদ্ধে কনফেডারেশন্স কাপ সেমিফাইনালের প্রস্তুতিতে তাই কোনও ঝুঁকি নেননি জার্মান কোচ। অনুশীলনের পরে দীর্ঘক্ষণ টিমো ওয়ার্নারদের পেনাল্টি প্র্যাকটিস করিয়েছেন। জার্মানি ও মেক্সিকো দু’দলই কনফেডারেশন্স কাপে এখনও পর্যন্ত অপরাজিত। ‘এ’ গ্রুপ থেকে দুটি করে ম্যাচ জিতে এবং একটি ড্র করে রানার্সআপ হয়ে শেষ চারে পৌঁছেছে মেক্সিকো। একই ফল করেও ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে জার্মানি। বৃহস্পতিবার সোচিতে অন্যতম আকর্ষণ হতে চলেছে ওয়ার্নার-হ্যাভিয়ের হার্নান্দেজ দ্বৈরথও।

২১ বছর বয়সি জার্মান স্ট্রাইকারকে ইতিমধ্যেই ভবিষ্যতের তারকা বলা শুরু হয়ে গিয়েছে। কনফেডারেশন্স কাপ সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার সাবেক তারকা হার্নান্দেজের চেয়ে ওয়ার্নারকেই অনেকে এগিয়ে রাখছেন। সেটাই মনে হয় মেক্সিকোর সর্বোচ্চ গোলদাতার অহঙ্কারে আঘাত দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। চিচারিতোর হুঙ্কার, ‘দু’বছর ধরে আমি বুন্দেসলিগায় খেলছি।’

শদরান মুস্তাফি- ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য। এবারও আছেন কনফেড কাপে। সেই দলের তিনজন আছেন এই দলে। তাদের একজন মুস্তাফি। তিনিও মেক্সিকোকে হালকাভাবে নিতে রাজি নন। তিনি বলেন, ‘মেক্সিকো আমাকে চিলির কথাই মনে করিয়ে দিচ্ছে। এই দলটা খুব আক্রমণাত্মক এবং তারা খুব ভালো ফুটবল খেলতে পারে।’

মেক্সিকো ডিফেন্সে খুব কঠিন। এটাই জানালেন মুস্তাফি। তিনি বলেন, ‘তারা ডিফেন্সে খুব সংগঠিত। রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়। এ কারণে আমাদের ধৈয্যশীল হতে হবে। আমাদেরকে একটি পথ খুঁজে বের করতে হবে, তাদেরকে চেপে ধরার। তবে আমাদের মতই তাদের দলে কোনো সুপারস্টার নেই।’

আইএইচএস/জেআইএম