আন্তর্জাতিক

সিরিয়াল কিলার সুরিন্দারের ফাঁসি

ভারতে সিরিয়াল খুন ও ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক ব্যক্তির সাজা আগামী সপ্তাহে কার্যকর করা হবে। শুক্রবার দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বিবিসির খবরে বলা হয়, ২০০৭ সালে সুরিন্দার কোলি ও তার সহযোগী মনিন্দর সিং পোদ্দারের বাসভবনের পাশে ১৪ বছরের কিশোরী রিম্পা হালদারের মৃতদেহ বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। রিম্পাকে অপহরণের পর হত্যার দায়ে কোলি ও পোদ্দারকে অভিযুক্ত করে ২০০৯ সালে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া  হয়। উচ্চ আদালতের আদেশে পোদ্দার মুক্ত হলেও দুর্ধর্ষ সিরিয়াল খুনি ও ধর্ষণকারী কোলির সাজা বহাল থাকে। পুলিশের অবজ্ঞার কারণে একের পর এক ধর্ষণের পর হত্যার মতো দুর্ধর্ষ ঘটনা ঘটান কোলি।পুলিশ জানায়, কোলি নারী ও শিশুকে অপহরণ করে নিজ বাড়িতে রাতভর যৌন নির্যাতনের পর তাদের হত্যা কিংবা অন্য কারোর কাছে লেলিয়ে দিত। ১৯ জন নারী ও কিশোর তার নির্মম যৌন নির্যাতন, হত্যা কিংবা গুমের শিকার হয়েছে। পাঁচটি হত্যা ও ধর্ষণের ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের নির্দেশ দেন আদালত।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, আগামী ১২ সেপ্টেম্বর কোলির ফাঁসি কার্যকর হতে পারে।    তথ্যসূত্র : বিবিসি

Advertisement