বিনোদন

নবাবের টিকিটের জন্য হাহাকার!

শাকিব খান অভিনীত ‘নবাব’ ছবিটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। দেশব্যাপী ১২৯টি সিনেমা হলে মহাসমারোহে চলছে ‘নবাব’। মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে আলোচিত এই ছবিটি। ঈদের চতুর্থদিন (বৃহস্পতিবার, ২৯ জুন) এসেও সবগুলো সিনেমা হলে হাউজফুল যাচ্ছে নবাবের প্রতিটি শো, এমনটাই জানা গেছে।

Advertisement

দর্শকদের উপচেপড়া ভিড় আর চাহিদা থাকায় অনেককেই নবাবের টিকিট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। নবাবের টিকিট সংকটের কারণে চট্টগ্রাম ও গাজীপুরের কাপাসিয়ায় দুটি হল ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার শোতে সাতক্ষীরার ‘সংগীতা’ সিনেমা হলে ‘নবাব’ দেখতে যান জাগো নিউজের স্থানীয় জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম। তিনি বলেন, ‘পুরো হল হাউজফুল, কানায় কানায় মানুষ। অনেকে দাঁড়িয়ে ছবি দেখেছেন। কোনো সিট খালি নেই। আমি অনেক কষ্টে টিকিট পেয়েছি। তবে টিকিট না পেয়ে অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন।’

আকরামুল ইসলামের সঙ্গে ছিলেন নর্থসাউথের শিক্ষার্থী সুমন। তিনি বলেন, ‘এ হলের পরিবেশ তেমন ভালো নয়। সিলিংফ্যানের শব্দ বেশি, চেয়ারের নারিকেলের ছোপড়া বেরিয়ে গেছে। ভীষণ গরম। মানুষ খালি গায়ে ছবি দেখছে। তারপরও প্রচুর মজা করে ছবিটি দেখেছি।’

Advertisement

খুলনা সদরের শঙ্ক সিনেমা হলে ঈদের পরদিন নবাব দেখতে গিয়ে টিকিট পাননি স্থানীয় আজম খান কমার্স কলেজের তিন শিক্ষার্থী রঞ্জন, শাওন ও সজীব। গতকাল (বুধবার) অনেক কষ্টে নবাব দেখে তারা বলেন, ‘সিনেমা হলের সামনে লোকজনের ভিড়ে ঘেমে গোসল করার মতো অবস্থার মধ্যেও কষ্ট করে টিকিট কেটে হলের ভেতর দাঁড়িয়ে ছবি দেখতে হচ্ছে অনেককেই। ১০০ টাকার টিকিট ১৫০ টাকা দিয়ে কিনেছি। এরপরও ছবি দেখার আগ্রহ মোটেও কমেনি। দুর্দান্ত লেগেছে ছবিটি। ভিড় কমলে আবারও দেখব।’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুতুব আল জাহিদ ঈদের ছবিটি দেখতে গেছেন মাগুরায় নিজ বাড়িতে। সেখানকার স্থানীয় পূর্বাশা সিনেমা হলে চলছে ‘নবাব’। হলের পরিবেশ ভালো না হলেও ব্ল্যাকে টিকিট কেটে ‘নবাব’ দেখার পর জানিয়েছেন, শাকিব খানের ‘প্রিয়া আমার প্রিয়া’ দেখতে গিয়ে এমন ভিড়ের সম্মুখীন হয়েছিলেন তিনি।

ঢাকার ‘অভিসার’ সিনেমা হলে ঈদের তৃতীয়দিন (বুধবার) সন্ধ্যার শোতে ‘নবাব’ দেখতে গিয়েছিলেন ঢাবির ছাত্র এ আই আপেল। টিকিট না পেয়ে অগত্যা তিনি ফিরে এসে জানান, ‘প্রচুর ভিড় ছিল সন্ধ্যার শোতে। লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য কিন্তু পাইনি। আমার মতো অনেকেই টিকিট না পেয়ে ফিরে গেছে।’

ঢাকার মিরপুর-১ এ অবস্থিত ‘সনি সিনেমা হল’-এ চলছে ‘নবাব’। ছবিটি সেখানে চালাতে পেরে বেশ সন্তোষ প্রকাশ করেছেন সনি হলের মালিক মোহাম্মদ হোসেন। জাগো নিউজকে তিনি বলেন, “ঈদের দিনের প্রথম শো থেকে খুব ভালো ব্যবসা করছে নবাব। অতিরিক্ত দর্শক ঠেকাতে বাড়তি নিরাপত্তাকর্মী নিতে হয়েছে হলে। যে টার্গেট নিয়ে ‘নবাব’ সনিতে চালাচ্ছিলাম সেটা পূরণ হয়েছে। আগামী সপ্তাহেও চলবে। এমন ছবি যদি সবসময় মুক্তি দেয়া যায় তবে মানুষ নিয়মিত হলে এসে ছবি দেখবে।”

Advertisement

‘শ্যামলী’ সিনেমা হলের ম্যানেজার আহসানউল্লাহ হাসান বলেন, ‘আজকের টিকিট সব শেষ। আগামীকালের (শুক্রবার) রাতের শোর জন্য কয়টি টিকিট আছে। তাও আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘নবাব’ ছবিটি দর্শকরা খুব ভালোভাবে গ্রহণ করেছে। আমি নিজেও দু’বার দেখেছি ছবিটি। দারুণ লেগেছে। অনেক দর্শক এসে টিকিটের জন্য অনুরোধ করছেন, কিন্তু দিতে পারছি না। আগেই সব বিক্রি হয়ে যাচ্ছে।

রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের এখানে ‘নবাব’, ‘বস টু’ দুটি ছবি চলছে। এর মধ্যে নবাবই দর্শকরা বেশি দেখছেন। প্রতিদিন দুটি করে শো চালাচ্ছি। সব শো-ই হাউজফুল। যেভাবে দর্শক ‘নবাব’ গ্রহণ করেছেন, আগামী সপ্তাহে তো চালাবোই তারপর কয় সপ্তাহ চলবে এখন বলতে পারছি না।”

তিনি বলেন, ‘যৌথ প্রযোজনার যে বিতর্কিত ইস্যু বিরাজমান সেটা নিয়ে কিছু বলতে চাইছি না। তবে বাণিজ্যিক ছবি হিসেবে নবাবের তুলনা হয় না। পুরো ছবিতেই একটা ফিল্মি ব্যাপার আছে। শাকিবের নতুন লুক, মেকিং, লোকেশনে বৈচিত্র্য সব মিলিয়ে এ ধরনের ছবি আগামীতে নির্মিত হলে আবার আমাদের ব্যবসা চাঙ্গা হবে।’

এছাড়া রাজবাড়ীর সাধনা সিনেমা হল, কুমিল্লার রূপালী সিনেমা হল, পাবনার রূপকথা, শরীয়তপুরের আলোছায়া, ময়মনসিংহের পূরবী, ভোলার রূপসী সিনেমা হলে ঈদের দিন থেকে নবাবের জন্য দর্শকদের বাড়তি ভিঢ়ের খবর পাওয়া গেছে।

‘নবাব’ ছবির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিও আলিমুল্লাহ খোকন বলেন, ‘নবাব ছবি মুক্তির পর থেকে আমরা খুবই খুশি। যেসব হলে মুক্তি দিতে পেরেছি হল মালিকরা কেউ এখনও কোনো অভিযোগ করেননি ছবিটি নিয়ে। আশা করছি আমাদের প্রযোজিত পূর্বের ব্যবসাসফল ছবিগুলোর রেকর্ড ভাঙবে নবাব।’

তিনি বলেন, ‘মাঝে মধ্যে ব্ল্যাকে টিকিট বিক্রির কথা কানে আসছে তবে এটা আমাদের কিছু করার নেই। সেসব হলে হচ্ছে, এটা ঠেকাতে পারেন সেখানের হল মালিক ও স্থানীয় প্রশাসন।’

যৌথ প্রযোজনায় নির্মিত ‘নবাব’ ছবিটি কলকাতা থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ। এই ছবিটি পরিচালনা করেছেন জয়দ্বীপ মুখার্জি ও আব্দুল আজিজ। ছবিতে শাকিব খানের নায়িকা শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন অমিত হাসান, মেঘলা, রজতাভ দত্ত, সব্যসাচী, খরাজ মুখার্জি, কমল প্রমুখ।

‘নবাব’ ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে আরও দুটি ছবি- ‘বস টু’ এবং ‘রাজনীতি’। ‘বস টু’ ছবির নায়ক কলকাতার জিৎ, অন্যদিকে ‘রাজনীতি’ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান। এই ছবি দুটিও ভালো ব্যবসা করছে বলে জানা গেছে।

এনই/এইচএন/জেআইএম