পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার দলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত শিপন (২০) নামে আরও এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এই সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো।
নিহত শিপন কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বাগবাড়ি গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয় পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম হোসেন জানান, চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে শিপনের মৃত্যু হয়েছে। তার মরদেহ বগুড়া থেকে সিরাজগঞ্জের বাড়িতে আনা হয়েছে।
Advertisement
এর আগে গতকাল বুধবার বিকেলে এই সংঘর্ষের ঘটনায় ফরিদুল ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক আওয়ামী লীগ কর্মী শিপনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রসঙ্গত পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সরকার দলীয় নেতাকর্মীদের বরাদ্দকৃত টাকার ভাগবাটোয়ারা নিয়ে বুধবার সিরাজগঞ্জের কামারখন্দে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর
Advertisement