দেশজুড়ে

হিলি সীমান্তে ভারতীয় পিস্তল উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে জিরার প্যাকেটের মধ্যে থেকে ভারতের তৈরী একটি পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার দিবাগত রাতে ২৮৪/৩৭ নং সাব সীমানা পিলারের কাছ থেকে উদ্ধার করা হয়।জয়পুরহাট-৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নাসির ইমাম রুমি জানান, ওই সীমান্ত দিয়ে তিনজন ব্যক্তি ভারত থেকে অস্ত্র নিয়ে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। এ সময় গোপন সংবাদ পেয়ে হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা তাদের আটকের চেষ্টা করলে তারা চারটি জিরার প্যাকেট ফেলে পালিয়ে যায়। প্যাকেট খুলে দেখা যায় ভারতের তৈরী একটি পিস্তল ও চার কেজি জিরা।পিস্তলটি হাকিমপুর থানায় জমা দেওয়া হবে বলে ক্যাম্প কমান্ডার নায়েক জর্জ মিয়া জানান।

Advertisement