খেলাধুলা

২ হাজার ৮০০ কোটি টাকায় আইপিএলের স্বত্ত্ব বিক্রি

অবিশ্বাস্য! আগেরবারের চেয়ে ৫৫৪ ভাগ বেশি দিয়ে আইপিএলের পাঁচ বছরের জন্য টাইটেল স্পন্সরশিপ কিনে নিয়েছে চীনা মোবাইল কোম্পানি ভিভো। আগের দুই বছরের জন্যও তারা ছিল, পরের পাঁচ বছরের জন্যও তারা থাকছে ভারতের সবচেয়ে জমজমাট ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের সঙ্গে। এ লক্ষ্যে আগামী পাঁচ বছরের জন্য (২০১৮-২০২২) ভিভো আইপিএলকে দেবে প্রায় ২ হাজার ৮০০ কোটি টাকা (২১৯৯ কোটি রুপি)।

Advertisement

চুক্তির পর আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা বলেন, ‘এই প্রতিষ্ঠানটি আবার আমাদের টাইটেল স্পনসর হওয়ায় আমরা খুশি। পাঁচ বছরের জন্য ওরা আমাদের সঙ্গে থাকছে। গত দু’বছর ওদের সঙ্গে কাজ করাটা খুব ভাল ছিল। আমার বিশ্বাস এই চলা আরও বাড়বে।’

২০১৫তে প্রথম টাইটেল স্পনসর হিসেবে যোগ দিয়েছিল এই সংস্থা। পেপসিকো ইন্ডিয়ার কাছ থেকে তারা স্বত্ত্ব কিনে নেয়। দু’বছরের চুক্তি এই বছর শেষ হয়ে যাওয়ার পর নতুন করে টাইটেল স্পনসরের জন্য আবেদন আহ্বান করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই’র কার্যনির্বাহী কর্মকর্তা অমিতাভ চৌধুরী বলেন, ‘প্রচুর আবেদন জমা পড়েছিল; কিন্তু আমরা পুরনো প্রতিষ্ঠানকে পেয়ে খুশি।’

মঙ্গলবার মুম্বাইয়ে বোর্ড কর্মকর্তাদের সামনে দরপত্র খোলা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইপিএলের চেয়ারম্যান রাজিব শুক্লা এবং বোর্ড সচিব অমিতাভ চৌধুরী। এই বিশাল অঙ্কের স্পনসরশিপ যথেষ্ট আলোড়ন ফেলেছে। বিসিসিআিই কর্মকর্তারা বলছেন, এর পিছনে রয়েছে আইপিএলের ধারাবাহিক সাফল্য।

Advertisement

বোর্ডের প্রধান নির্বাহী রাহুল জোহরি বলেছেন, ‘বর্তমান স্পন্সর যখন চুক্তি বাড়ানোর জন্য এ রকম অঙ্ক দিতে রাজি থাকে, তখনই বোঝা যায় টুর্নামেন্টটা কতটা সফল হয়েছে।’

চুক্তি চূড়ান্ত হওয়ার পরে জোহরি আরও বলেন, ‘দুটি ব্যাপারে কথা বলতে হবে। এক, আইপিএল যে বিশ্ব মঞ্চে কোথায় দাঁড়িয়ে, তা আরও একবার বোঝা গেল। আইপিএলের যাবতীয় সংখ্যাগুলোর ওপর চোখ রাখলেই ব্যাপারটা বুঝে যাবেন। অবিশ্বাস্য! দুই, আমাদের স্পনসররাও ব্যাপারটা বুঝতে পেরেছে বলে এ রকম বিশাল অর্থ দিতে রাজি হয়েছে।’

আইএইচএস/পিআর

Advertisement