খেলাধুলা

ব্যাড বয়কে ‘পাটকেল’ মারলেন সেরেনা

টেনিস মাঠে সেরেনা উইলিয়ামসন কেমন? এক কথায় দুর্দান্ত। বয়স ৩৬ ছুঁইছুঁই। এখনও খেলে যাচ্ছেন দুর্দাণ্ড প্রতাপের সঙ্গেই। গত বছরও (২০১৬) সালে উইম্বলডনের শিরোপা জিতেছেন সেরেনা।

Advertisement

টেনিসের উন্মুক্ত যুগে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন সেরেনা। পেছনে ফেলেন ২২টি শিরোপা গ্র্যান্ড স্লামজয়ী স্টেফি গ্রাফকে। অবশ্য সব মিলিয়ে ২৪টি গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোর্ট। তা ছিল উন্মুক্ত যুগের আগে।

আর সেই সেরেনাকেই হেয় প্রতিপন্ন করেছেন জন ম্যাকেনরো। টেনিসে ম্যাকেনরোর পরিচয়টা ব্যাড বয় হিসেবে। সেরেনাকে নিয়ে ম্যাকেনরোর মন্তব্যটি ছিল এমন, ‘২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম যদি ছেলেদের সঙ্গে খেলতো তাহলে ও ক্রমতালিকায় ৭০০ নম্বরে থাকত। সেরেনা ভালো খেলোয়াড় না; সেটা আমি বলছি না। সে মেয়েদের প্রতিযোগিতায় অবশ্যই সেরা খেলোয়াড়। কিন্তু ছেলেদের সঙ্গে সেরেনা কতটা টক্কর দিতে পারত, সেটা প্রশ্নের ব্যাপার!’

সেরেনাকে উদ্দেশ্য করে ম্যাকেনরো ‘ইট’ ছুড়েছিলেন সোমবার। ২৪ ঘণ্টার ব্যবধানে ব্যাড বয়কে ‘পাটকেল’ মারলেন সেরেনা। জবাবটা দিলেন এভাবে, ‘প্রিয় জন, আমি আমি আপনাকে শ্রদ্ধা করি। তাই আমাকে আপনার ভিত্তিহীন মন্তব্যের বাইরে রাখুন। আমি কখনও ওই র‌্যাংকের (৭০০তম) খেলোয়াড়দের সঙ্গে খেলিনি। আর আমার সময়ও নেই। আর আমার ব্যক্তিগত জীবনকে শ্রদ্ধা করুন। কারণ আমি মা হতে চলেছি।’

Advertisement

এনইউ/এমএস