আন্তর্জাতিক

মিসরে বিক্ষোভকারীদের উপর যৌন নির্যাতন

মিসরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীদের আটক করে ব্যাপক হারে যৌন নির্যাতন করছেন বলে জানা গেছে। নির্যাতিতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুরাও রয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর বিবিসি।প্রতিবেদনে বলা হয়েছে, আটকের পর  নারীদের  কুমারিত্ব পরীক্ষা ও গণধর্ষণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সমকামী সদস্যরা পুরুষদের বলাৎকার করেছে বলেও উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও শিশুদের ওপরও যৌন নির্যাতন চালাচ্ছে। তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ প্রতিবেদনের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে এ ব্যাপারে মন্তব্য করা হবে বলে জানানো হয়েছে।উল্লেখ্য, মিসরে ২০১১ সালে হোসনি মোবারকের অপসারণের দাবিতে আন্দোলনে অংশগ্রহণকারীদের উপরও যৌন হয়রানির ঘটনা ঘটেছিল। এরপর আরেক সেনাশাসক ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আমলে এ ধরনের ঘটনা আরও ব্যাপক আকার ধারণ করেছে।জেআর/পিআর

Advertisement