জাতীয়

ভেজাল ওষুধ নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তায় হাইকোর্টের রুল

ভেজাল ওষুধ আমদানি, চোরাচালান, উৎপাদন ও অপারেশনে ব্যবহৃত মানহীন সামগ্রী ব্যবহার রোধে প্রসাশনের নিস্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।এ বিষয়ে করা এক রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আগামী চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ও পরিচালককে এ রুলের বিবাদী করা হয়েছে।আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এসএম জহুরুল ইসলাম ও মিজানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।অর্গানাইজেশন অব সোস্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চেইঞ্জজেস নামক একটি সংগঠনের সেক্রেটারি গোলাম সরোয়ার জনস্বার্থে এ রিট আবেদনটি করলে শুনানি করে আদালত এ রুল জারি করেন।বিএ/পিআর

Advertisement