প্রবাস

দুঃখ-কষ্টে ভরা প্রবাসে ঈদ আনন্দ

পবিবার পরিজন ছাড়া বুকের মাঝে শূন্যতা নিয়ে ভিনদেশে ঈদ উদযাপন করা কত যে দুঃখ-কষ্টে ভরা তা একমাত্র প্রবাসীরাই বুঝেন। তাই নিজেকে একটু আনন্দিত করতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন দর্শনীয় স্থানে প্রবাসীরা ভিড় করে থাকেন।

Advertisement

ঈদের প্রথম-দ্বিতীয়দিন বিকেল থেকে আমিরাত বিভাগের বুরুজ খলিফা, দুবাই মল, মামযার পার্ক, ক্রিক পার্ক, জুমেরা বিচ, শেখ জায়েদ মসজিদ, গ্লোবাল ভিলেজ, দুবাই মেরিনা, দুবাই অ্যাটলান্টিক (পাম জুমেরা), আব্রা পার্ক, আজমান বিচ, ফুজিরাহ বিচসহ বিভিন্ন দর্শনীয় স্থানে আরবিরাসহ লাখো প্রবাসীরা ভ্রমণ করেন।

এরমধ্যে অন্যতম বুর্জ খলিফা ও দুবাই মল, যার পাশেই রয়েছে সৌন্দর্যমন্ডিত ওয়াটার ডান্স। এই ওয়াটার ডান্স দেখার জন্য আমিরাতের বিভিন্ন প্রান্ত থেকে শিশু-কিশোর, বৃদ্ধা কিংবা তরুণ-তরুণীসহ সব বয়সের প্রবাসীরা ভিড় করেন।

প্রতিদিন বিকেল ১৫ থেকে ২০ মিনিট পর পর বিশাল কৃত্রিম ওয়াটার ডান্স (পানির নৃত্য) ৩ থেকে ৬ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়। পাশে দাঁড়িয়ে সকলে ছবি তুলেন আবার কেউ কেউ স্মৃতি হিসেবে ভিডিও করে রেখে দেন।

Advertisement

তবে এতকিছুর মাঝেও দেশে ঈদ করার মতো বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল। প্রবাসীদের ঈদটা একটু অন্য রকম।

আরএস/জেআইএম