যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ইতালিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। এ উপলক্ষে রাজধানী রোমে ৭০ মিটারের ব্যবধানে পৃথক দুই স্থানে ঈদ জামাত আয়োজন করা হয়।
Advertisement
ঈদকে কেন্দ্র করে স্বদেশের মত রোমেও আনন্দ উৎসবের কোনো কমতি ছিল না প্রবাসী বাংলাদেশিসহ ভিন দেশি মুসলমানদের মাঝে। শত কর্মব্যস্ততার মাঝেও আনন্দ ভাগাভাগি করে নিতে সবাই দল বেঁধে খোলা মাঠে ঈদ জামাতে শরিক হন।
রোমের ব্যবসায়িক প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিতে পাশাপাশি দুটি স্থানের একটিতে সকাল ছয়টা থেকে ৪৫ মিনিট পরপর ছয়টি জামাত অনুষ্ঠিত হয়। অন্যটিতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামাতে ধর্মপ্রাণ মুসলমানদের উপচে-পড়া ভিড় ছিল।
রোমে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার সকাল সাড়ে ৮টার জামাতে অংশ নেন।
Advertisement
জাতীয় ঈদ উদযাপন কমিটি রোম ইতালির উদ্যোগে ঈদ জামাত আয়োজনের পৃষ্ঠপোষকাতায় ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার, আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রব ফকির, হাজী নুরে আলম, বাংলাদেশ সমিতির সভাপতি জিএম কিবরিয়া, হাসান ইকবাল প্রমুখ।
এ সময় আরও নামাজ আদায় করেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, রোম দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, প্রথম সচিব আরফানুল হক, জাসদ(আম্বিয়া) ইতালির আন্তর্জাতিক সম্পাদক অ্যাড. আনিছুজ্জামানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, সবার জীবনে বয়ে আসুক সুখ সমৃদ্ধি ও অনাবিল আনন্দ। তিনি উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ও তাদের দীর্ঘায়ু কামনা করেন।
এদিকে সাপ্তাহিক ছুটির দিন থাকায় ট্রাম লাইন সংলগ্ন অপর আরেকটি জামাতে মুসল্লিদের ভিড় ছিল চোঁখে পরার মত। বাংলাদেশ সমিতির অপর আরেক অংশের সার্বিক তত্ত্বাবধানে ভিত্তোরিয়া ট্রাম লাইন কর্নারে নামাজ আদায় করেন ধুমকেতুর প্রতিষ্ঠাতা নূরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান কামরুল জামান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক মৃধা, ইতালি বাংলার সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আতিয়ার রসুল কিটন, বৃহত্তর ঢাকা সমিতির সভাপতি জোবায়ের রিপন, সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ মঞ্জু, বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আবুল কালাম, জালালাবাদ কল্যাণ সংঘের সভাপতি অলি উদ্দিন শামীম, ইপিবিএ ইতালি শাখার সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান প্রমুখ।
Advertisement
উল্লেখ্য বাংলাদেশ সমিতি নিয়ে দীর্ঘদিন ধরে দুই অংশে অন্তর্দ্বন্দ্ব চলছে যার ফলে এ বছর প্রায় ৭০ মিটারের ব্যবধানে দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও রোমের বিভিন্ন খোলা মাঠসহ মসজিদে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
এমএমজেড/পিআর