খেলাধুলা

বিদেশি ক্রিকেটারদের ঈদ শুভেচ্ছা

ঈদ শুধু মুসলিমদেরই নয়, এটা একটা সার্বজনীন উৎসব। ধনী-গরীব ভেদাভেদ ভুলে এই দিনটিতে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। সারা বিশ্বে সম্পূর্ণ ধর্মীয় ভাবগাম্বির্যের সঙ্গে পালিত হচ্ছে ঈদ-উল ফিতর। ঈদের আনন্দকে বিশ্বব্যাপি ভাগাভাগি করে নিচ্ছে মুসলিম-অমুসলিম সবাই। ঈদ উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন নানা দেশের ক্রিকেটার এবং ধারাভাষ্যকাররা।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের প্রায় সবাই টুইটারের মাধ্যমে জানালেন ঈদ শুভেচ্ছা। স্পিনার রবিচন্দ্রন অশ্বিন টুইটারে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি এই আনন্দের দিনটা সবার জন্যই দারুণ কাটবে।’

সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ভারতীয় ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির সদস্য ভিভিএস লক্ষ্মও টুইটারকে বেছে নিলেন ঈদ শুভেচ্ছা জানাতে। তিনি টুইটারে লিখে, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি বিশেষ এই দিনটি করে সবার জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে।’

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্সও ঈদের খুশিতে উদ্বেলিত। টুইটারে লিখেছেন, ‘On a happier note .. Eid Mubarak to all my friends.. have a healthy, prosperous and great year ahead.’

Advertisement

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার এবং বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার রাসেল আরনল্ডও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে। টুইটারে তিনি লিখেছেন, ‘Eid Mubarak Folks !!! Peace and Happiness to follow everyone!! Stay Blessed !!’

ভারতীয় ক্রিকেটার প্রজ্ঞান ওঝা হায়দরাবাদের চার মিনারে অনুষ্ঠিত একটি ঈদের জামাদের ছবি দিয়ে টুইটারে লিখেছেন, ‘Eid Mubarak to you and your loved ones.. may the almighty bless us all! #EidMubarak #EidKaChandMubarak.’

দক্ষিণ আফ্রিকান সাবেক ড্যাশিং ওপেনার হার্সেল গিবস টুইটারে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘To my family and all other muslims celebrating #EidMubarak2017 pls do enjoy!!’

শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে ভক্ত এবং সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন টুইটারের মাধ্যমে। তিনি লিখেন, ‘EID MUBBARAK ! Enjoy the festivities with love and peace.’

Advertisement

পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ হাফিজও টুইটারকে বেছে নিলেন ঈদের শুভেচ্ছা জানাতে। তিনি লিখেন, ‘Eid Mubarak to U all, Be a source of HAPPINESS for all always , look after each other , Enjoy this EID , stay blessed , AAMEEN.’ এর আগে আরেকটি টুইটে তিনি লিখেন, ‘Chand Raat Mubarak , enjoy & stay happy.’

লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও ভুললেন না ঈদের শুভেচ্ছা জানাতে। টুইটারে তিনি লিখেছেন, ‘Eid Mubarak to all my Muslim friends .Have a great day with lots and lots of love an blessings.’

ভারতীয় পেসার মোহাম্মদ শামি টুইটারে শুধু লিখেন ‘ঈদ মুবারাক।’ তবে, জুমাতুল বিদার দিন তিনি টুইট করে লিখেন, ‘I pray to ALLAH for u nd ur family a good health, long life, brilliant success, Barkat-e-Kaseer de, AAMEEN, JUMMA MUBARAK।’

ভারতীয় স্পিনার হরভজন সিংও তার ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেন, ‘Aap sab ko #EidMubarak! Have a blessed day with your loved ones.’

ভারতীয় টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেন, ‘May each and everyone have a joyous Eid celebration. #EidMubarak.’

পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল টুইটারে লিখেছেন, ‘Eid Mubarak to all those who are celebrating today. Enjoy your Eid and stay blessed.’

ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন, ‘Wishing everyone Eid Mubarak.may u all have great Eid n year ahead.Do ur extra bit n make sure to spread love the world needs it #EidMubark.’ সঙ্গে তিনি টুইটারে একটি ভিডিও’ও পোস্ট করেন।

ভারতের সাবেক ওপেনার বিরেন্দর শেবাগ টুইট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, ‘Greetings to all celebrating Eid-Ul-Fitr . May you live in peace, joy and love.’

ভারতীয় স্পিনার অমিত মিশ্র টুইটারে লেখেন, ‘Eid Mubarak everyone ! God Bless you with Health,Peace and Prosperity.’

আইএইচএস/এমএস