জাতীয়

জাতীয় সংসদে ঈদের বিশেষ জামাত অনুষ্ঠিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮ টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

Advertisement

জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ ,স্বাস্থ্য মন্ত্রী মো. নাসিম, বস্ত্র ও পাট মন্ত্রী মো. ইমাজ উদ্দিন প্রামানিক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী , স্পিকারের স্বামী সৈয়দ ইসতিয়াক হোসেন, মন্ত্রীপরিষদের সদস্য, হুইপ, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি, সংসদ সদস্য, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকার জনগণ ঈদের জামাতে শরীক হন।

জামাত শেষে মুসল্লিরা পারষ্পরিক শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এইচএস/এআরএস/এমএস

Advertisement