পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দকে দেশবাসীর সঙ্গে ভাগাভাগি করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলে দেশে আসার পর ক্রিকেটারদের হাতে এখন অখণ্ড অবসর। পরিবার-পরিজন নিয়ে ছুটি কাটাচ্ছেন তারা। এরই সঙ্গে যোগ হয়েছে মুসলিমদের সর্ববৃহৎ উৎসব ঈদ-উল ফিতর।
Advertisement
এ উপলক্ষে প্রায় সব ক্রিকেটারই নিজ নিজ গ্রামের বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করছেন। মাশরাফি গিয়েছেন তার নিজের এলাকা নড়াইলে। মোস্তাফিজ সাতক্ষীরায়, সাব্বির রাজশাহী, মুশফিক বগুড়া, তামিম চট্টগ্রাম, মাহমুদউল্লাহ ময়মনসিংহে গিয়েছেন ঈদ করার জন্য। অন্য ক্রিকেটাররাও যে যার এলাকায় গিয়ে ঈদ উদযাপন করছেন।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ক্রিকেটাররা। বিশ্বসেরা অলরাউন্ডার এবং বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই ঈদ বয়ে আনুক সবার জন্য খুশি আর কল্যাণ। ঈদ মুবারক! (May this Eid bring happiness and prosperity for all. Eid Mubarak!)
টেস্ট দলের অধিনায়ক মুশফিক বগুড়ায় ঈদ করেছেন। ঈদগাহে বসে সেলফি তুলে সেটি আবার পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালেও। সেখানে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু... ঈদ মোবারক’ (Assalamualaikum wa rahmatullahi wa barakatuhu....Eid Mubarak)।
Advertisement
মাহমুদউল্লাহ রিয়াদও সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। ঈদের আদর্শ এবং শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক।’
তামিম ইকবালও একইভাবে ফেসবুকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘এই ঈদে সবার ওপর শান্তি বর্ষিত হোক।’
বাবার সঙ্গে ঈদের দিন ছবি তুলেছেন নাসির হোসেন। একই সঙ্গে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাই পরিবার এবং বন্ধুদের নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করবেন- এটাই কামনা করি। ঈম মোবারক।’
তাসকিন আহমেদ ফেসবুকে ঈদের দিনের ছবি দিয়ে লিখেছেন, ‘আমার সব বন্ধু এবং ভক্ত-সমর্থকদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক।’
Advertisement
রাজশাহীতে ঈদ করেছেন সাব্বির রহমান। মা-বাবার সঙ্গে ছবি তুলে আপলোড করেছেন ফেসবুকে। সেখানে লিখেছেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম এবং ঈদ মোবারক।’
আইএইচএস/এমএস