তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শহরের লঞ্চঘাট এলাকার জব্বার উকিলের বড় ছেলে জাব্বির হোসেন মঈন (৩২) এর সাথে ছোট ভাই মাহবুব ও লিটুর কথাকাটাকাটি হয়। এসময় উত্তেজিত হয়ে ছোট দুইভাই মিলে ধারালো অস্ত্র দিয়ে বড় ভাই মঈনকে আঘাত করে। পরে তাকে গুরতর আহত অবস্থায় প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতেই তিনি মারা যান।স্থানীয় সূত্র আরো জানায়, জাহাঙ্গীর উকিলের ছেলে জাব্বির হোসেন মঈন (৩২) এক সময় জেলা শহরের ভালো ফুটবল খেলোয়াড় ছিলো। তার পরিবারের অন্যান্য কয়েকজন সদস্যও স্বনামধন্য ক্রীড়াবিদ হিসেবে পরিচিত। নিহত মঈন দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিলো এবং এক পর্যায়ে সে মানসিকভাবে প্রায় ভারসাম্যহীন হয়ে পড়ে। বেশ কয়েক বছর ধরে সে তার পরিবারের সদস্যদের মারধর ও গালিগালাজসহ বিভিন্ন সময় খারাপ আচরণ করতো। সোমবার রাতে ছোট দুই ভাই তাকে নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও সে ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের আঘাত করতে উদ্যত হয়। এসময় ছোট ভাইয়েরা প্রতিরোধ করলে মঈন ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।একেএম নাসিরুল হক/এসএস/পিআর
Advertisement