দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে আজ (২৫জুন) উৎসবমুখর পরিবেশে সংযুক্ত আরব আমিরাতে উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদ-উল ফিতর।
Advertisement
ঈদের নামাজের পর বাংলাদেশি মুসলমান কমিউনিটি পরিবার-পরিজন নিয়ে যথাযথ ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় দিনটিকে নানা বৈচিত্রের মধ্য দিয়ে উদযাপন করছেন।
যদিও বাংলাদেশের মতো ঈদের আমেজ এখানে পুরোপুরি থাকে না- তবুও প্রবাসীরা সবাই সাধ্যমত চেষ্টা করেন একে অন্যের সঙ্গে কোলাকুলি, কুশল বিনিময়, দেখা সাক্ষাৎ, খাওয়া-দাওয়া এবং ঘুরে বেড়ানোর মধ্যে ব্যস্ত থাকতে।
এরই মধ্যে চলতে থাকে মোবাইল ফোনে দেশের প্রিয়জনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়। একটু বিশ্রাম নিয়ে বিকেল থেকে শুরু হয় বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো।
Advertisement
আমিরাত সরকার এ বছর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেসরকারি খাতে দুইদিন ও সরকারি কর্মচারীদের জন্য ৫ দিন ছুটি ঘোষণা করেছেন।
এমএমজেড/এমএস