ঝিনাইদহে ধাতব মুদ্রা নিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোনো পণ্য কেনার পরে মূল্য পরিশোধের জন্য ধাতব মুদ্রা দিলে সেটা নিচ্ছেন না দোকানিরা।সরেজমিনে জেলার ৬ উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, দোকান থেকে দ্রব্য কেনার পরে বা মোবাইলে টাকা রিচার্জ করে ধাতব মুদ্রা দিয়ে মূল্য পরিশোধ করতে গেলে দোকানিরা সেটা গ্রহণ করছেন না।কেন এই ধাতব মুদ্রা দোকানিরা নিচ্ছে না এ বিষয়ে দোকানিদের কাছে প্রশ্ন করলে তারা জানায়, কোম্পানির লোক এই ধাতব মুদ্রা নিতে চাচ্ছে না। সেই জন্য আমরা ধাতব মুদ্রা নিচ্ছি না। শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজারের হাসেম আলী জানান, ধাতব মুদ্রা নিয়ে চরম ভোগান্তিতে পড়েছি। কেউ এ ধাতব মুদ্রা নিতে চাচ্ছে না। ধাতব মুদ্রার অচল হয়ে গেছে কিনা এমন প্রশ্ন করলে দোকানি বলে আমি সেটা বলতে পারবো না। তবে এই ধাতব মুদ্রা নিতে পারবো না। ধাতব মুদ্রা চালু রাখার জন্য এখনই যদি প্রশাসন থেকে ব্যবস্থা নেয়া না হয় তাহলে দিন দিন সাধারণ মানুষের ভোগান্তি আরো বাড়বে মনে করে ভুক্তভোগিরা। এসএস/এমএস
Advertisement