বিনোদন

চলতি মাসেই ইউটার্ন

সময়ের আলোচিত চলচ্চিত্র ইউটার্ন। এরইমধ্যে ছবিটির সকল পস্তুুতি শেষ হয়েছে। সেন্সর’র ছারপত্রও পেয়েছে। সব কিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে দর্শক ছবিটি মুক্তি দেয়া হবে বলে আশা করছেন ছবিটির পরিচালক আলভী আহমেদ। চলচ্চিত্রটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও লিখেছেন আলভী। ছবিটির প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া। এটি ভার্সেটাইল মিডিয়ার প্রথম চলচ্চিত্র। এ সর্ম্পকে পযোজনা সংস্থার কর্নধার আরশাদ আদনান বলেন, ‘এটি আমার প্রযোজনায় প্রথম চলচ্চিত্র। আশাকরি সবার অনেক ভাল লাগবে। সেইসাথে পরিচালক হিসেবে আলভী অনেক যত্ন করে তৈরি করেছেন ইউটার্ন। চলচ্চিত্রটি নিয়ে আমি অনেক আশাবাদী।’একই পসঙ্গে পরিচালক বলেন, ‘এটি ভার্সেটাইল মিডিয়া ও আমার প্রথম ছবি। আমার অনেক দিনের সপ্ন ছিল এমন একটি গল্প নিয়ে আমি কাজ করবো। অবশেষে তা সফল হলো। এটি একটি সম্পূর্ণ অ্যাকশন ধর্মী চলচ্চিত্র। আশা করি সবার ভাল লাগবে।’চলচ্চিত্রটি ভিবিন্ন চরিত্রে অভিনয় করেছেন  শিপন, সেনিয়া হোসেন, আইরিন, ইরফান সাজ্জাদ, মৌটুসী, আরশাদ আদনান, শহিদুজ্জামান সেলিম, মিশা সাওদাগর প্রমূখ। বিশেষ একটি চরিত্রে আছেন লাক্স সুন্দরী প্রসূন আজাদ। চলচ্চিত্রটিতে আইটেম সং সহ মোট ৬টি গান রয়েছে। এগুলোর মিউজিক কম্পোজিশন ও পরিচালনা করেছেন ফুয়াদ, অদিত ও রোকন ইমন। গানে কন্ঠ দিয়েছেন কনা, ন্যান্সি ও তৌফিক। ছবিটির আইটেম গানের একটি বিশেষ চরিত্রে প্রথমবারের মত পারর্ফম করেছেন কন্ঠশিল্পী কনা।এলএ

Advertisement