স্বাস্থ্য

ঈদের পরদিন আউটডোর খোলা থাকবে

দেশের সব সরকারি হাসপাতালে ঈদের পরদিন আউটডোর খোলা থাকবে। মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতালগুলো ঈদের পরদিন স্থানীয় কর্তৃপক্ষ খোলা রাখবেন।

Advertisement

সম্ভাব্য রোগী আগমনের হিসাব করে আউটডোরে কোন কোন বিভাগ এবং বিভাগগুলো কতক্ষণ খোলা থাকবে তা নির্ধারণ করবে। এ নির্দেশনা শুধু ঈদের ছুটির পরদিনের জন্য প্রযোজ্য।

এছাড়া ঈদের আগে ও পরে যথাযথ নিয়মে সকল সেবা ও সার্ভিস চালু থাকবে।

গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা- ২ শাখার উপ-সচিব দিলসাদ বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

Advertisement

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. সমির কান্তি সরকার বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর থেকে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে মন্ত্রণালয়কে অবহিত করেন।

এ সংক্রান্ত এক ই-মেইল বার্তায় জানানো হয়, উপজেলা হাসপাতালে ঈদের ছুটিতে অর্থাৎ ঈদের পরদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত পরিসরে আউটডোর খোলা থাকবে।

ইউনিয়ন পর্যায়ের সকল স্বাস্থ্যপ্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিকও একই সময় পর্যন্ত খোলা থাকবে। উপজেলা হাসপাতালের ইনডোর ও ইমার্জেন্সি সার্ভিস যথারীতি খোলা থাকবে।

এমইউ/জেডএ/এমএআর/পিআর

Advertisement