জাতীয়

খালেদা জিয়াকে নিয়ে সংসদে আমুর অশ্লীল মন্তব্য

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করতে গিয়ে জাতীয় সংসদে অসংসদীয় ও অশ্লীল মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

Advertisement

খালেদা জিয়া পাকিস্তানের প্রশংসায় পঞ্চমুখ উল্লেখ করে আমু সংসদে বলেন, ‘খায় দায় ভাতারের, গান গায় নাঙয়ের। খালেদা জিয়া বসবাস করে বাংলাদেশে, খায় দায় বাংলাদেশে, গান গায় পাকিস্তানের।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে একথা বলেন আমু।

এর আগে বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

Advertisement

আমু বলেন, ‘এমনিভাবে তারা পাকিস্তানের প্রেমে পাকিস্তানের দালালদের নিয়ে সরকার গঠন করে, আজকে তারা বাংলার অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়। যেমনি পাকিস্তানিরা বুঝতে পেরেছিল বঙ্গবন্ধুকে হত্যা না করলে স্বাধীনতা ও সার্বভৌমত্বকে আঘাত করা যাবে না। ঠিক তেমনি তারা বুঝতে পেরেছিল শেখ হাসিনাকে হত্যা না করলে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না।’

তিনি বলেন, ‘তাই বার বার তার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। কিন্তু মহান রাব্বুল আলামিন শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন।’

এর আগে অর্থমন্ত্রীর পক্ষ নিয়ে তিনি বলেন, ‘অর্থমন্ত্রীকে কটাক্ষ করে অনেকে বক্তব্য দিয়েছেন। এটা অনভিপ্রেত। বাজেট পেশ করা হয়েছে। বাজেটের ভেতর ভালো-খারাপ থাকতে পারে। সেটা নিয়ে আলোচনার সুযোগ আছে। এসবের পরিপ্রেক্ষিতে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু এজন্য অপেক্ষা না করে যারা সমালোচনার নামে কটাক্ষ-কটূক্তিপূর্ণ মন্তব্য করছেন, তা দুঃখজনক।’

তিনি বলেন, ‘ভ্যাট নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এ সংসদে ২০১২ সালে সর্বসম্মতিক্রমে যখন পাস হয়, তখন কেউ এটা নিয়ে কোনো আপত্তি করেনি।’

Advertisement

আমু বাজেটের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির উদ্দেশ্যে বলেন, ‘এতদিন তারা কিছু নিয়ে কথা বলেননি। তারা শুধু কটূক্তি-সমালোচনা করেছেন। স্বৈরশাসনের ফলে যাদের সৃষ্টি করা হয়েছে, তাদের চিন্তা-চেতনা সে রকমই থেকে যায়।’

এইচএস/এসআর/এমএস