১৯৬৭ সালে ধর্ষিত হওয়ার পর দীর্ঘ ৪২ বছর সংজ্ঞাহীন থেকে মুম্বাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করলেন নার্স অরুণা শানবাগ। এর আগে শানবাগের তরফে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানানো হলেও, তাতে অনুমতি দেয়নি আদালত। সোমবার সকালে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এতোদিন তাকে নাকের ভেতর দিয়ে খাওয়ানোর মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছিল। তবে, ছয়দিন আগে তিনি নিউমোনিয়া আক্রান্ত হন, আর এতে তার অবস্থার অবনতি ঘটে। শানবাগের ঘটনা নিয়ে ভারতে স্বেচ্ছামৃত্যু বিষয়ক আইন নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পঁচিশ বছর বয়সে কিং এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত অবস্থায় একই হাসপাতালের একজন ক্লিনার তাকে ধর্ষণ করে হত্যার চেষ্টা চালায়।## নার্স অরুণা ৪২ বছর ধরে সংজ্ঞাহীনবিএ/পিআর
Advertisement