জাতীয়

ভূমি ব্যবহারে প্রকৃতির নিয়ম না মানায় পাহাড় ধস

প্রকৃতির নিয়ম না মেনে ভূমি ব্যবহার করায় পাহাড় ধসের মতো বিপর্যয়ের ঘটনা ঘটছে। পরিবেশ নীতিমালা না মেনে আবাসন ও অবকাঠামো উন্নয়নের কারণে এ সংকট আরও বাড়ছে বলে মত দিয়েছেন বক্তারা।

Advertisement

বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউব অব প্ল্যানর্সের আয়োজনে ‘পাহাড়ে ভূমিধস ও আমাদের করণীয়’শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, এ সংকট থেকে উত্তরণের জন্য কোন পরিকল্পনা করা হচ্ছে না। আমরা আজ পাহাড় হারাচ্ছি, অচিরেই সুন্দরবন হারাব। প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব প্রয়োজনে পরিবেশ ও বন মন্ত্রণালয় ঢেলে সাজানো হোক।

বাংলাদেশ ইনস্টিটিউব অব প্ল্যানর্স এর সভাপতি এ কে এম আবুল কালামের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এম এম মাকসুদ কামাল, অধ্যাপক ড. শহীদুল ইসলাম, সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আলী আহম্মেদ খান, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান প্রমুখ।

এএস/ওআর/এমএস

Advertisement