শিল্পমন্ত্রীর আমির হোসেন আমু বলেছেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল পেলেই তা বাজেয়াপ্ত করা হবে। এ মোটরসাইকেল আর কোনোভাবেই মালিককে ফেরত দেয়া হবে না।
Advertisement
বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন।
বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা। শিল্পমন্ত্রী বলেন, লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। যদি কেউ লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে, তবে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত হবে। তা আর ফেরত দেয়া হবে না। তবে তা সরকারি কোনো কাজে লাগানো হবে না। আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা শহরের ৪১০টি ঈদ জামায়াতসহ সারাদেশে ঈদের জামায়াতে নিরাপত্তা দেয়া হবে বলে জানান তিনি। তিনি বলেন, ঈদে ঢাকা শহরের ডিপ্লোমেটিক এলাকাসহ শপিংমল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা জানিয়েছে, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।ঈদের জামায়াতে কি ধরনের নিরাপত্তা দেয়া হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, গতবার যেমন শোলাকিয়ায় ঈদের জামায়াতে একটা অপচেষ্টা করা হয়েছিল এ ধরনের কোনো অপচেষ্টা যেন এবার কেউ গ্রহণ করতে না পারে সে ব্যবস্থা নেয়া হবে।
এমইউএইচ/জেএইচ/এমএস
Advertisement