প্রথম ম্যাচে আফগানিস্তান বুলসকে ৩ রানে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল আল আমিনের বাংলাদেশ টাইগার্স। তবে দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেল দলটি। নেপাল স্ট্রমের কাছে ৭ উইকেটে হেরে গেছে দলটি।
Advertisement
টস হেরে ব্যাট করতে খুব বেশি সুবিধা করতে পারেনি বাংলাদেশ টাইগার্সের ব্যাটসম্যানরা। ১৯.১ ওভার ব্যাট করে ১৪৮ রান তুলতেই শেষ হয় বাংলাদেশ টাইগার্সের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নেপাল স্ট্রম।
প্রসঙ্গত, এবারই প্রথম বসেছে এশিয়ান প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি। আয়োজন করেছে ভারতীয় একটি স্পোর্টস কোম্পানি। নাম- আলটিমেট স্পোর্টস ম্যানেজমেন্ট (ইউএসএম)। টুর্নামেন্ট চলবে ৪ জুলাই পর্যন্ত। ৬টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। দলগুলো হচ্ছে বাংলাদেশ টাইগার্স, আফগানিস্তান বুলস, দুবাই ওয়ারিয়র্স, ইন্ডিয়ান স্টার্স, নেপাল স্টোর্মস ও শ্রীলঙ্কান লায়ন্স।
এমআর/পিআর
Advertisement