কক্সবাজার সদরের ঈদগাঁও পুলিশ বাজারের ফ্ল্যাট বাড়ির বন্ধ কক্ষ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। রোববার রাতে ঈদগাঁও বাজারের জাগিরপাড়ার প্রবাসী মফিজের বহুতল ভবনের ২য় তলার একটি কক্ষ থেকে এ মৃতদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যুবকের নাম সাইফুদ্দীন চৌধুরী (৩২)। তিনি বাজারস্থ বাঁশঘাটার বাসিন্দা মৃত মহিউদ্দীন চৌধুরীর ছেলে ও ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর চাচাত ভাই। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সারাদিন সাইফুদ্দীনের বন্ধুরা মোবাইলে যোগাযোগ করেও তার খোঁজ পাচ্ছিলেন না। রিং হলেও মোবাইল রিসিভ না করায় সম্ভাব্য অনেক জায়গায় খোঁজ নেয়া হয়। বাজারের টিঅ্যান্ডটি স্টেশনের পাশের এক ভবনে তাকে আগের রাতে দেখা গেছে এমন খবরে সেখানে যান বন্ধুরা। দ্বিতীয় তলার একটি কক্ষে তার মোবাইল রিং হওয়া শুনে তাকে ডাকাডাকি করা হয়। ভেতর থেকে বন্ধ থাকা কক্ষ দীর্ঘক্ষণেও না খোলায় পুলিশকে অবগত করেন তারা। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিনহাজ মাহমুদ ভুঁইয়া জাগো নিউজকে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল স্থানীয়দের সঙ্গে নিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সাইফুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। এসময় তার মুখ থেকে রক্ত বের হতে দেখা গেছে।তার মৃত্যু নিয়ে একটি রহস্য দেখা দিয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ আরো জানায়, সাইফুলের বাড়ির সবাই অনেক দিন ধরে চট্টগ্রাম শহরে বসবাস করছেন। বিগত ২/৩ বছর পূর্বে তিনি স্ত্রী-পুত্র নিয়ে ঈদগাঁওতে ফিরে আসেন এবং জাগিরপাড়ার একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বাস করছিলেন। মাসাধিককাল পূর্বে স্ত্রী ও সন্তানকে ঢাকাস্থ শশুরবাড়িতে বেড়াতে পাঠিয়ে তিনি কক্সবাজারে থেকে যান। তার বন্ধুমহলের ধারণা তিনি মানসিকভাবে বিপর্যস্থ ছিলেন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেন এ পুলিশ কর্মকর্তা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সায়ীদ আলমগীর/এমজেড/পিআর
Advertisement