প্রবাস

নিউইয়র্কে আরেক বাংলাদেশির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে গ্রেফতার ও জামিনের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে একই ধরনের অভিযোগে অভিযুক্ত হলেন জাতিসংঘের প্রকল্পে কর্মরত আরেক বাংলাদেশি।

Advertisement

অভিযুক্ত ব্যক্তির নাম হামিদুর রশীদ। তিনি জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির একটি প্রকল্পের পরিচালক। তার বিরুদ্ধে ভিসা জালিয়াতি, বিদেশি কর্মী নিয়োগ চুক্তিতে জালিয়াতি এবং পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। রয়টার্স

নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল কোর্টে মঙ্গলবার তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। ওই দিন বিকেলেই তার আদালতে হাজির হওয়ার কথা বলে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের এক মুখপাত্র জানিয়েছেন।

হামিদের বিরুদ্ধে অভিযোগ, সপ্তাহে ৪২০ ডলার মজুরিতে নিয়োগের কথা বলে এক গৃহকর্মীকে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। ২০১২ সালের নভেম্বরে গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে হামিদ নতুন একটি চুক্তিতে তার সই নেন, যেখানে সাপ্তাহিক মজুরি ২৯০ ডলার লেখা হয়।

Advertisement

এছাড়া ওই গৃহকর্মীর পাসপোর্ট কেড়ে নেন হামিদুর এবং অন্য কোথাও কাজ করলে তাকে প্রথমে কারাগারে ও পরে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বিভিন্ন সময় হুমকি দেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামিদুর রশীদ প্রথমে গৃহকর্মীকে কোনো টাকা দেননি। পরে বাংলাদেশে তার স্বামীকে মাসে ৬০০ ডলার করে পাঠান।

উল্লেখ্য, গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গত ১২ জুন (সোমবার) গ্রেফতার করা হয়। পরে ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তি পান তিনি।

বিএ

Advertisement