বিনোদন

কপিরাইট লঙ্ঘন : শরীফ মেলামাইনের বিরুদ্ধে আইনি নোটিশ

কপিরাইট লঙ্ঘন : শরীফ মেলামাইনের বিরুদ্ধে আইনি নোটিশ

‘এই মন তোমাকে দিলাম’ গানটি অনুমতি ছাড়া বিজ্ঞাপনচিত্রে ব্যবহারের কারণে শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাঃ লিমিটেডের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।‘মানসী’ ছবিতে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি লিখেছিলেন গাজী মাজহারুল আনোয়ার, সুর ও সংগীত পরিচালনা করেন আনোয়ার পারভেজ।আইনি নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে গীতিকারের আইনজীবি ব্যারিস্টার এবিএম হামিদুল মিসবাহ বলেন, ‘অনুমতি ছাড়া প্রায় এক বছর ধরে শরীফ মেলামাইনের একটি বিজ্ঞাপনে ব্যবহার করা হচ্ছে গানটি। কিন্তু তাদেরকে কপিরাইটের দিকটি ভাবা উচিত ছিল। অনুমতি ছাড়া সৃষ্টিকর্ম ব্যবহারের কারণে গাজী মাজহারুল আনোয়ারের হয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।’তিনি আরও জানান, শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজ্জাব শরীফকে সাতদিনের সময় দেওয়া হয়েছে।

Advertisement