বিশ্বে কোন দেশ সামরিক শক্তির দিক দিয়ে এগিয়ে রয়েছে? প্রশ্নটি ২০০৩ সালে মার্কিন বাহিনীর ইরাক আক্রমণের পর থেকেই ঘুরপাক খাচ্ছে। বর্তমানে অন্য দেশের আক্রমণ থেকে নিজে দেশকে রক্ষার জন্য প্রতিটি দেশেই তাদের বার্ষিক বাজেটের বড় একটি অংশ ব্যয় করছে প্রতিরক্ষা খাতে। কোনো কোনো দেশ লাখ লাখ কোটি টাকা এ খাতে ব্যয় করছে। তবে বর্তমান বিশ্বে সামরিক শক্তির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে যুক্তরাষ্ট্র হলেও সৈন্য সংখ্যার দিক দিয়ে এগিয়ে রয়েছে এশিয়ার দেশ চীন। শনিবার গ্লোবাল ফায়ারপাওয়ার নামের একটি প্রতিষ্ঠান বিশ্বের সামরিক শক্তিধর দেশের তালিকা প্রকাশ করেছে। তবে পারমাণবিক অস্ত্রের হিসাব এই তালিকায় নেই। একনজরে ক্রমানুসারে ৬টি দেশের সামরিক শক্তির হিসাব :যুক্তরাষ্ট্র : সেনা সংখ্যা-১৪ লাখ, নৌবাহিনীর ক্ষমতা-৩৪ লাখ ১৫ হাজার ৮৯৩ টন, যুদ্ধবিমান-১৩ হাজার ৮৯২টি, ট্যাংক-৮ হাজার ৮৪৮টি, সামরিক ব্যয়- প্রতি বছর ৫৭৭ বিলিয়ন মার্কিন ডলার।রাশিয়া : সেনা সংখ্যা-৭ লাখ ৬৬ হাজার, নৌবাহিনীর ক্ষমতা- ৮ লাখ ৪৫ হাজার ৭৩০ টন, যুদ্ধবিমান- ৩ হাজার ৪২৯টি, ট্যাংক- ১৫ হাজার ৩৯৮টি, সামরিক ব্যয়- প্রতি বছর ৬০ বিলিয়ন মার্কিন ডলার।চীন : সেনা সংখ্যা- ২৩ লাখ ৩৩ হাজার, নৌবাহিনীর ক্ষমতা- ৭০ লাখ ৮ হাজার ৮৬ টন, যুদ্ধবিমান- ২ হাজার ৮৬০টি, ট্যাংক- ৯ হাজার ১৫০টি, সামরিক ব্যয়- প্রতি বছর ১৪৫ বিলিয়ন মার্কিন ডলার।ভারত : সেনা সংখ্যা- ১৩ লাখ ২৫ হাজার, নৌবাহিনীর ক্ষমতা- ৩১ লাখ ৭ হাজার ৭৭২ টন, যুদ্ধবিমান- ১ হাজার ৯০৫টি, ট্যাংক- ৬ হাজার ৪৬৪টি, সামরিক ব্যয়- প্রতি বছর ৩৮ বিলিয়ন মার্কিন ডলার।যুক্তরাজ্য : সেনা সংখ্যা- ১ লাখ ৪৭ হাজার, নৌবাহিনীর ক্ষমতা- ৩৬ লাখ ৭ হাজার ৭৫০ টন, যুদ্ধবিমান- ৯৩৬টি, ট্যাংক- ৪০৭টি, সামরিক ব্যয়- প্রতি বছর ৫২ বিলিয়ন মার্কিন ডলার।ফ্রান্স : সেনা সংখ্যা-২ লাখ ৩ হাজার, নৌবাহিনীর ক্ষমতা- ৩ লাখ ১৯ হাজার ১৯৫ টন, যুদ্ধবিমান- ১ হাজার ২৬৪টি, ট্যাংক- ৪২৩টি, সামরিক ব্যয়- প্রতি বছর ৪০ বিলিয়ন মার্কিন ডলার।জেআর/এআরএস/এমএস
Advertisement