আন্তর্জাতিক

লন্ডন হামলায় সন্দেহভাজনের নাম প্রকাশ

লন্ডনে মসজিদের কাছে মুসল্লিদের ওপর কাভার্ড ভ্যান হামলাকারীর নাম প্রকাশ করেছে পুলিশ। মুসল্লিদের ওপর হামলা চালানো ওই ব্যক্তির নাম ড্যারেন অসবোর্নে। বয়স ৪৭। নাম প্রকাশ হওয়া ওই ব্যক্তির পরিবার এই ঘটনায় তার জড়িত হওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে এমন ঘটনায় তার বিস্মিত ও হতবাক হয়েছে।

Advertisement

ড্যারেন চার সন্তানের জনক। সোমবার স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে লন্ডনের সেভেন সিস্টারস রোডে মুসল্লিদের ওপর কাভার্ড ভ্যান চালিয়ে দেন তিনি। তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন হামলার শিকার ওই মুসল্লিরা। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

ওই হামলার ঘটনায় ওই হামলাকারীর বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং সন্দেহভাজন সন্ত্রাসী হিসেবে অভিযোগ আনা হয়েছে।

মুসলিমদের হত্যা করতে চেয়েছিলন ওই হামলাকারী। তবে মসজিদের এক ইমাম ও মুসল্লিদের হাতে আটক হওয়ার পর তিনি তাকে মেরে ফেলার অনুরোধ করেন।

Advertisement

পুলিশ প্রধান ক্রেসিডা ডিক জানিয়েছেন, এটা মুসলিমদের ওপর হামলা। এই সম্প্রদায়ের নিরাপত্তার জন্য পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে।

হামলাকারীর মা, বোন এবং তার স্বজনরা এক বিবৃতিতে জানিয়েছেন, আমরা শোকাহত। এটা মেনে নেয়া সম্ভব নয়। হামলায় হতাহতদের প্রতি তারা সমবেদনা জানিয়েছেন।

টিটিএন/পিআর

Advertisement