দেশজুড়ে

ঈদে বন্ধ থাকছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার লেনের কাজ

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কমাতে ও যানজট নিরসনে আজ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেনের কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে গাজী সিটি কর্পোরেশনের তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পরিদর্শনে এসে এ নির্দেশ দেন তিনি।

এসময় তিনি যানজট নিরসনে পুলিশের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, রাঙামাটি ও বান্দরবানে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মেরামতের কাজ চলছে। কিছু সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলেও দেয়া হয়েছে।

Advertisement

এসময় মন্ত্রীর সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সওজ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুরুজ উদ্দিন খান, গাজীপুর সওজ নির্বাহী প্রকৌশলী বিএম নাহীম রেজাসহ দলের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এফএ/পিআর