ফিচার

যাদের কষ্টে সবার আনন্দ (দেখুন ছবিতে)

আমরা ঈদে নতুন পোশাক পরি। রঙিন কাপড়ে সাজাই নিজেদের। অন্যরা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকে; ঠিক সে সময়ে তারা পোশাক তৈরিতে ব্যস্ত থাকে কারখানায়। আবার কেউ কেউ পোশাক বিক্রির কাজে মগ্ন থাকে। ঈদ সামনে রেখে এ কর্মব্যস্ত ছবিগুলো তুলেছেন জাগো নিউজের আলোকচিত্রী মাহবুব আলম।

Advertisement

অন্যরা যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত; ঠিক তখন তারা ঈদের পোশাক তৈরি করতে বিভিন্ন পোশাক কারখানায় কাজ করছে। ছবিটি ঢাকার অদূরে কেরানীগঞ্জের একটি পোশাক কারখানা থেকে তোলা।

সবাই তো ঈদের পোশাক কিনতে আসেন। এজন্য তো কাউকে না কাউকে বিক্রির কাজটাও করতে হয়। ফলে সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই কাজে ব্যস্ত থাকতে হয়।

বড়দের পাশাপাশি পোশাক তৈরির কাজে ব্যস্ত থাকে শিশু শ্রমিকরাও। তবে শিশুদের কাছে ঈদের আনন্দ ধরা দেয় হয়তো পারিশ্রমিক পাওয়ার মাধ্যমে।

Advertisement

পোশাক কারখানায় কাজ করার ফাঁকে ফাঁকে ঈদের আনন্দও হয়তো চিকচিক করে ওঠে চোখে। তবে অপেক্ষার পালা যেন শেষই হয় না।

ঈদকে সামনে রেখে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় শ্রমিকরা। তবুও দ্রুত কাজ শেষ করার তাড়া তাদের বিশ্রামের সুযোগ দেয় না।এসইউ/আরআইপি