দেশের প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানান, ইউপি নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে থেকে বাস্তবায়ন করা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে জানিয়েছেন কমিশনার। তিনি আরও বলেন, এরই মধ্যে ইভিএমগুলোকে ত্রুটিমুক্ত করে রাখতে আইটি সেকশনকে নির্দেশ দেওয়া হয়েছে।সেই সঙ্গে ইউপি নির্বাচন বিধিমালাতেও ইভিএম ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
Advertisement