জাতীয়

রবীন্দ্র ভারতীর সাবেক উপাচার্যের প্রয়াণে ঢাবি উপাচার্যের শোক

রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রবীন্দ্র অধ্যাপক ড. করণাসিন্ধু দাশের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য শ্রদ্ধার সঙ্গে প্রয়াতকে স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক বিবৃতিতে বলেন, ড. করুণা সিন্ধু দাশের প্রয়াণে বিদ্যায়তানিক শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্র অধ্যাপক থাকাকালে তিনি এই বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি সংস্কৃতসহ বেশ কিছু বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত করুণা সিন্ধু তার প্রজ্ঞা ও মেধা দিয়ে বিভাগগুলোর বিদ্যার্থী ও গবেষকদের সমৃদ্ধ করেছেন।তিনি বলেন, ড. করুণা সিন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পান্ডুলিপি চর্চাকারীদের উদ্বুদ্ধকরণে আয়োজিত প্রশিক্ষণে মূখ্য প্রসিক্ষক হিসাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র অধ্যাপক সূত্রেই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বক্তৃতা প্রদান, সেমিনারে অংশগ্রহণ ও গবেষণা পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আমাদের জ্ঞান রাজ্য বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।একে/আরআই

Advertisement