সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল ভারতে। ২০১৬ সালে। ওই আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর তাই ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বসার কথা ছিল পরবর্তী আসর। কিন্তু ওই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াচ্ছে না। দুই বছর পিছিয়ে যাচ্ছে আসরটি! খবর হিন্দুস্তান টাইমসের।
Advertisement
হঠাৎ এভাবে পিছিয়ে যাওয়ার কারণ কী? ওই দুই বছরে দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে বড় দলগুলো। তাদের রেখে কি আর আসর জমবে? তাই আইসিসির সূত্র জানিয়েছে- ২০১৮ নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ২০২০ সালে!
এখনও কোনও ভেন্যুও নির্ধারিত হয়নি। ২০১৮ সালে আয়োজক হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। এবার পরিবর্তন আসতে পারে আয়োজকের ক্ষেত্রেও। দক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াইটা হবে অস্ট্রেলিয়ার। এর আগে দক্ষিণ আফ্রিকা যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে, তাই অস্ট্রেলিয়াকে দেয়া হতে পারে পরবর্তী আসরের দায়িত্ব।
এনইউ/পিআর
Advertisement