খেলাধুলা

আফ্রিদির আশা ৩০০ ছাড়িয়ে যাবে পাকিস্তান

ভারতীয় ব্যাটিং লাইন-আপ বেশ শক্তিশালী। রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, যুবরাজ সিংদের নিয়ে গড়া এই ব্যাটিং লাইন-আপের বিপক্ষে জয় পেতে হলে তিনশোর ওপরে রান তোলাই শ্রেয়। এটা বলার অপেক্ষা রাখে না।

Advertisement

সেমিফাইনালেই যেমন বাংলাদেশের ছুড়ে দেয়া ২৬৫ রানের লক্ষ্যমাত্রা ভারত টপকে গেছে মাত্র ১ উইকেট হারিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। স্বপ্নের ফাইনাল! মহারণ, আগুনে লড়াই। অনেকে অনেক বিশেষণে বিশেষায়িত করে থাকেন এই দ্বৈরথকে।

যাই হোক, ফাইনালের লড়াইটা হচ্ছে ফাইনালের মতোই! দুই ওপেনার ফাখর জামান ও আজহার আলির দুর্দান্ত ব্যাটিংয়ে দারুণ সূচনা পেয়েছে পাকিস্তান। দুই ওপেনারই তুলে নিয়েছেন ফিফটি। ভারতীয় বোলাররা হয়ে পড়েছেন কোণঠাসা!

এই রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২০ ওভারে বিনা উইকেটে ১১৪ রান। ফাখর জামান ৫২ ও আজহার আলি ৫২ রানে অপরাজিত আছেন।

Advertisement

পাকিস্তানের শুভসূচনায় খুশি শহিদ খান আফ্রিদি। দলটির সাবেক অধিনায়কের আশা, সরফরাজ আহমেদের দল ৩০০ রান ছাড়িয়ে যাবে। ভারতের সামনে ছুড়ে দেবে বড় লক্ষ্যমাত্রা। যা সহায়ক হবে শিরোপা জয়ের জন্য।

নিজের অফিসিয়াল টুইটার পেজে আফ্রিদি লিখেছেন, ‘ছেলেরা দারুণ সূচনা করেছে। এটা ধরে রাখ। আশা করছি, তিনশো রান ছাড়িয়ে যাবে পাকিস্তান।’

এনইউ/পিআর

Advertisement