জাতীয়

দেশে ফিরতে চান সালাহউদ্দিন!

ভারতে আটক বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরে আসতে চান বলে মেঘালয়ের দ্য নর্থইস্ট টুডে পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে। রোববার পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশে ফিরে আসার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সালাহউদ্দিনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি তার পরিবার ও দল। ইতোমধ্যে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সালাহউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ হেফাজতে মেঘালয়ের সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নতুন করে তার লিভারের রোগ ধরা পড়েছে। আদালতেও তোলা হতে পারে তাকে। মেঘালয়ের পুলিশ প্রধান রাজিব মেহতা বলেছেন, আমরা আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। হাসপাতাল থেকে সালাহউদ্দিনের ছাড়পত্র দেয়া হলে তাকে আদালতে তোলা হবে।  সালাহউদ্দিন আহমেদ তার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রাজিব মেহতা বলেন, চাইলেই তিনি সিঙ্গাপুর যেতে চাইতে পারেন না। এ বিষয়ে আদালত যে আদেশ দেবেন সে অনুযায়ীই কাজ করা হবে। রাজিব মেহতা আরো জানান, বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবৈধ অনুপ্রবেশ ও এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ হেফাজতে সালাহউদ্দিনকে একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার সঙ্গে আর কথা বলা সম্ভব হয়নি।  এদিকে, দীর্ঘ ৬২ দিন পর `নিখোঁজ` স্বামীর খোঁজ পাওয়ার পর থেকে ভিসার পেছনে ঘুরে ক্লান্ত হয়ে পড়ছেন হাসিনা অাহমেদ। টানা কয়েক দিন ঘুরেও ভারতে যাওয়ার ভিসা পাননি তিনি। গত সোমবার সালাহউদ্দিনের খোঁজ পাওয়ার পর থেকে ভিসার জন্য দৌড়ঝাঁপ করছেন হাসিনা। কিন্তু রোববার দুপুর পর্যন্ত ভিসা পাননি বলে জানা গেছে।উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে ‘নিখোঁজ’ হন সালাউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কয়েকদিন আগেও অভিযোগ করেছিলেন যে সালাউদ্দিন র্যাবের কাছে আছেন। তবে র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময়ই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিলেন।বিএ/আরআইপি

Advertisement