সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্যসংস্থার ৬৮তম সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার রাত সোয়া ১০টায় ইত্তেহাদ এয়ার লাইন্স যোগে জেনেভার উদ্দেশ্যে রওনা দেন তিনি।সোমবার ১৮মে এই সম্মেলন শুরু হবে। আগামী ২০ মে স্বাস্থ্যমন্ত্রী এই সম্মেলনে বক্তৃতা দেবেন। সম্মেলন চলাকালে বিভিন্ন পার্শ্ব সভা এবং সেমিনারেও বক্তব্য দেবেন তিনি।স্বাস্থ্যমন্ত্রী সম্মেলনের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্যসংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যানসহ বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হবেন।স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে ন্যাশনাল অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অ্যাডভাইজরি কমিটি অ্যান্ড গ্লোবাল অটিজম পাবলিক হেলথ বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকসহ ১৫ সদস্যের একটি দল এই সম্মেলনে যোগ দিচ্ছেন। আগামী ২৮ মে দেশে ফেরার কথা রয়েছে স্বাস্থ্যমন্ত্রীর।রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।একে/আরআই
Advertisement