সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দরপতন হয়েছে। লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানই দর হারিয়েছে, সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
Advertisement
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় আজ (রোববার) ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি কমেছে অপর দুটি সূচক। ডিএসই-৩০ সূচক দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩১ পয়েন্টে। আর ডিএসই শরিহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেন হওয়া ১৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমেছে। অপরদিকে দাম বেড়েছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি শেয়ারের দাম। ডিএসইতে লেনদেন হয়েছে ৪৭৩ কোটি ৩৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫৩০ কোটি ১৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ৫৬ কোটি ৭৬ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। এ দিন কোম্পানির ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা আর্গন ডেনিমসর ১৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে রিজেন্ট টেক্সটাইল।
Advertisement
লেনদেনে এরপর রয়েছে- নূরানী ডাইং অ্যান্ড সোয়েটার, সাইফ পাওয়ার, বিডি ফাইন্যান্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, লংকাবাংলা ফাইন্যান্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং বাংলাদেশ সিপিং কর্পোরেশন।
ডিএসইতে দাম বাড়ার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্স, রেকিট বেঙ্কাইজার, রহিম টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, নূরানী ডাইং, ঢাকা ব্যাংক, আর্গন ডেনিমস ও জেনারেশন নেক্সট।
অন্যদিকে দাম কমার শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ফার্স্ট ফাইন্যান্স, তাক্কাফুল ইন্সুরেন্স, পিপলস ইন্সুরেন্স, বিআইএফসি, মার্কেন্টাইল ইন্সুরেন্স, এএমসিএল (প্রাণ), ইসলামি ইন্সুরেন্স, সেন্ট্রাল ফার্মা, এফএএস ফাইন্যান্স ও এবিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩৭ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ২৫ কোটি ৮১ লাখ টাকা। যেখানে আগের দিন লেনদেন হয় ২৯ কোটি ৮৬ লাখ টাকা।
Advertisement
এ ছাড়া আজ (রোববার) সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৪টির। অপরদিকে দাম কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দাম।
এমএএস/আরএস/জেআইএম