জাতীয়

কোরাম সংকটে ঠিক সময়ে শুরু হচ্ছে না সংসদ অধিবেশন

সংসদে কোরাম (৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকা) সংকটের কারণে কোনো দিনই সঠিক সময়ে বৈঠক শুরু হচ্ছে না। গত সপ্তাহে সোমবার ছাড়া প্রতিদিনই সাড়ে ১০টায় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও কোনদিনই নির্দিষ্ট সময়ে তা শুরু হয়নি।

Advertisement

রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে উপস্থিত হলেও সেই সময় অধিবেশন কক্ষে মাত্র ১৬ জন সাংসদ উপস্থিত ছিলেন। এজন্য আধঘণ্টা দেরিতে অধিবেশন শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া অধিবেশন কক্ষে সংসদ সদস্যদের উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কিন্তু তাতেও পরিস্থিতির উন্নতি হয়নি।

ওইদিন বাজেট আলোচনায় কয়েকজন সংসদ সদস্য সময় বেশি চাইলে ডেপুটি স্পিকার বলেন, আপনারা সবাই পরে বক্তব্য দিতে চান। শনিবার সংসদে আসতে চান না। সংসদে ঠিকমতো উপস্থিত থাকেন না।

Advertisement

নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরু করতে হলে ৬০ জন সংসদ সদস্য উপস্থিত থাকতে হয়। তা না হলে কোরাম সংকট হয়।

সংসদের বৈঠকের কার্যদিবসগুলো পর্যালোচনা করে দেখা গেছে, বর্তমানে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা চললেও অধিকাংশ সময়ই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত থাকছেন না। রোববারও তিনি সচিবালয়ে বিভিন্ন বৈঠক নিয়ে ব্যস্ত ছিলেন। এ নিয়ে বিভিন্ন সময় সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

প্রসঙ্গত, টিআইটির গবেষণা অনুযায়ী চলতি দশম সংসদের সপ্তম সংসদ থেকে ১৩তম অধিবেশন পর্যন্ত সাতটি অধিবেশনে কোরাম সংকটের কারণে ব্যয় হওয়া মোট সময়ের অর্থমূল্য ৪৭ কোটি ২০ লাখ ৩৩ হাজার ২০৪ টাকা।

সাতটি অধিবেশনে প্রতি কার্যদিবসের গড় কোরাম সংকট ২৮ মিনিট। আর মোট কোরাম সংকট ৪৮ ঘণ্টা ২৬ মিনিট।

Advertisement

সংস্থাটির হিসাব অনুযায়ী সংসদ পরিচালনা করতে প্রতি মিনিটে খরচ হয় ১ লাখ ৬২ হাজার ৪৩৪ টাকা।

এইচএস/এনএফ/এমএস