দেশের প্রথম শ্রেণির অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের ঈদ সংখ্যা ২০১৭ এখন জনপ্রিয় ই-কমার্স সাইট অথবা ডটকম ও অনলাইন বুকশপ রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে। ৩০৪ পৃষ্ঠার এ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা।
Advertisement
ঈদ সংখ্যা পেতে চাইলে অথবা ডটকমের এবং রকমারি ডটকমের এই লিঙ্ক থেকে অর্ডার দিতে পারবেন। ঈদ সংখ্যাটি সংগ্রহ করতে নির্ধারিত সার্ভিস চার্জ দিতে হবে।
এবারের ঈদ সংখ্যায় দেশের প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন এবং তরুণদেরও প্রাধান্য দেয়া হয়েছে। ঈদ সংখ্যার নান্দনিক প্রচ্ছদ করেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পী ধ্রুব এষ। অলঙ্করণ করেছেন ইসমাত জেরিন তৃষা।
এতে চারটি উপন্যাস রয়েছে। উপন্যাস লিখেছেন ইমদাদুল হক মিলন, মাসুদা ভাট্টি, সালাম সালেহ উদদীন ও মনি হায়দার। রয়েছে ২০টি গল্প; লিখেছেন মোস্তফা কামাল, নাসরীন জাহান, তুষার আব্দুল্লাহ, হামীম কামরুল হক, শান্তা মারিয়া, স্বকৃত নোমান, শুভাশিস সিনহা, ইশরাত জাহান ঊর্মি, খালিদ মারুফ, জিনাত জাহান খান, তানজীনা ইয়াসমিন, তামান্না ইসলাম, নাজমীন মুর্তজা, পলাশ আহসান, সিরাজুজ্জামান, সাখাওয়াত হোসেন সুজন, নায়না শাহরীন চৌধুরী, সালাহ উদ্দিন মাহমুদ, মিজানুর রহমান মিথুন, শারমিন জোহরা শিমি।কবিতা লিখেছেন নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, নাসির আহমেদ, খালেদ হোসাইন, হারিসুল হক, রায়হান রাইন, শামীম রেজা, ফকির ইলিয়াস, স রওশন, হাসান মাহমুদ, ওবায়েদ আকাশ, শাহনাজ নাসরীন, আসাদ আহমেদ, হাবীবাহ নাসরীন, ফারহানা ইলিয়াস তুলি, সাদিয়া আফরোজ উর্মি, রওনক নূর, আরেফিন সায়ন্তী লিমা। সাক্ষাৎকার দিয়েছেন হাসান আজিজুল হক ও কাঙ্গালিনী সুফিয়া। প্রবন্ধ লিখেছেন শামসুজ্জামান খান, আবুল মোমেন, মুনতাসীর মামুন, ড. এ কে এম শাহনাওয়াজ, হারুন হাবীব, সৌমিত্র শেখর, ড. আবুল আজাদ, সৈয়দ ইশতিয়াক রেজা, প্রভাষ আমিন, সালাম সাকলাইন, ড. আহমেদ আমিনুল ইসলাম, ফেরদৌসি বিকন, শাওন মাহমুদ, ড. হারুন রশীদ, মোহাম্মদ নূরুল হক ও ইমরুল ইউসুফ। অন্যান্য বিষয়ে লিখেছেন লুৎফর রহমান, ফকির আলমগীর, নাসরীন মুস্তাফা, পিয়াস মজিদ, অঘোর মণ্ডল, রুবাইয়াৎ আহমেদ, নাজমুল হক তপন, আহমেদ সুমন, রোকনুজ্জামান সেলিম, আকরামুল ইসলাম, মো. পারভেজ হাসান মিল্টন, ডা. পলাশ বসু, আরিফুল ইসলাম আরমান, লিমন আহমেদ, সাবিনা শারমিন, মোকারম হোসেন ও তানিয়া তাসনিম নীলিমা।
Advertisement
অথবা ডট কম থেকে কিনতে ভিজিট করুন-http://bit.ly/2rDWwdl
রকমারি ডট কম থেকে কিনতে ভিজিট করুন-http://bit.ly/2sGtTfN
এসইউ/আরআইপি
Advertisement