দেশজুড়ে

যশোরে বজ্রপাতে ভাইবোনের মৃত্যু

যশোরে বজ্রপাতে ভাইবোনের মৃত্যু

যশোরের শার্শা উপজেলায় বজ্রপাতে ভাইবোন নিহত হয়েছে। এ সময় তাদের মা আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার কায়বা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলো, মাসুদ হোসেন (১৪) ও তার বোন সবুরা খাতুন (২০)। তারা ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে-মেয়ে।আহত নারীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শার্শার বাগআচড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কায়বা পশ্চিমকোটা গ্রামের রেজাউল ইসলামের বাড়িতে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তার ছেলে মাসুদ হোসেন ও মেয়ে সবুরা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

এ সময় আহত হন তাদের মা। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে যশোরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বজ্রপাতে ভাইবোনের মৃত্যুতে গ্রামে শোকের মাতম চলছে।

Advertisement

এফএ/এমএস