প্রবাস

মালয়েশিয়ায় প্রবাসীদের পাশে দাঁড়াতে চায় যশোর জেলা সমিতি

প্রবাসীদের কল্যাণে গঠিত বৃহত্তর যশোর জেলা সমিতি মালয়েশিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাংয়ের হোটেল সলিলের বলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Advertisement

সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম মান্নার উপস্থাপনায় ও মুফতি মাওলানা রেজাউল ইসলামের কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। মাহফিলে সভাপতিত্ব করেন যশোরসহ বেশ কয়েকটি জেলার প্রবাসীদের সমন্বয়ে গঠিত এ সমিতির সভাপতি জাহিদুল ইসলাম। এ ছাড়া ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আলী হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃহত্তর যশোর জেলা সমিতি মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকের পাশে দাঁড়াতে চায়। প্রবাসে তাদের অভিভাবক হয়ে কাজ করতে চায়। এ সময় সমিতির কর্মকাণ্ডের মাধ্যমে মালয়েশিয়াতে সকল প্রবাসীকে এক হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা সৈয়দ জাকিরুল আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান শাহিন, শাহিন সর্দার, ইকবাল হোসেন সেলিম, মো. শামসুল হক প্রমুখ।

Advertisement

এ ছাড়া শরিফুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, মিনারুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ আরিফুজ্জামান, কামরুজ্জামান, বিল্লাল মোল্লা, আবু সাইদ, গোলাম মোর্শেদ, ফারহানা বিনতে আলম, কনিকা ইসলামসহ মালয়েশিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আরএস/এমএস