ফিচার

জাগো নিউজের ‘ঈদ সংখ্যা ২০১৭’ এখন বাজারে

শুধু অনলাইন সংস্করণ নয়; প্রতি বছরের মতো এবারও বাজারে এসেছে জাগো নিউজের ঈদ সংখ্যা ২০১৭। রকমারি ডটকম, অথবা.কম এবং দেশের বিভিন্ন সংবাদপত্র বিক্রয়কেন্দ্রে ঈদ সংখ্যাটি পাওয়া যাচ্ছে।

Advertisement

এবারের ঈদ সংখ্যায় রয়েছে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, রহস্য গল্প, ইতিহাস, সংস্কৃতি, সাক্ষাৎকার, খেলাধুলা, লাইফস্টাইল, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ ও রান্নাসহ নানা আয়োজন।

ঈদ সংখ্যা নিয়ে জাগো নিউজের সম্পাদক সুজন মাহমুদ বলেন, ‘অনলাইন গণমাধ্যম হলেও জাগো নিউজ বিশেষ বিশেষ মুহূর্তে প্রিন্টেড সংস্করণ করে পাঠকের সামনে হাজির হয়। এতে সংবাদপত্রের সঙ্গে পাঠকের সম্পৃক্ততা বাড়ে। আমরা চাই পাঠকের সঙ্গে একটি স্থায়ী বন্ধন সৃষ্টি হোক- সেজন্যই আমাদের এ আয়োজন।’

জাগো নিউজের প্রধান বার্তা সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন, ‘গতবারের মতো এবারও জাগো নিউজের ঈদ সংখ্যা প্রকাশ হলো- এটা সত্যিই আনন্দের। আমরা পাঠকের চাহিদা অনুযায়ী দেশবরেণ্য লেখকদের নান্দনিক লেখায় সমৃদ্ধ করতে চেয়েছি ঈদ সংখ্যাটি।’

Advertisement

সহকারী সম্পাদক ও ঈদ সংখ্যার সম্পাদক ড. হারুন রশীদ বলেন, ‘এবারও বর্ধিত কলেবরে ঈদ সংখ্যা প্রকাশিত হয়েছে। আমরা দ্রুতগতিতে নির্ভুল এবং পরিচ্ছন্ন একটি ঈদ সংখ্যা পাঠকের হাতে তুলে দিতে চেষ্টা করেছি।’

এবারের ঈদ সংখ্যায় দেশের প্রবীণ লেখকদের পাশাপাশি নবীন এবং তরুণদেরও প্রাধান্য দেয়া হয়েছে। ঈদ সংখ্যার নান্দনিক প্রচ্ছদ করেছেন দেশের প্রথিতযশা চিত্রশিল্পী ধ্রুব এষ। অলঙ্করণ করেছেন ইসমাত জেরিন তৃষা।

৩০০ পৃষ্ঠার বর্ণিল ঈদ সংখ্যার দাম মাত্র ১৫০ টাকা। এবারের ঈদ সংখ্যায় লিখেছেন হাসান আজিজুল হক, শামসুজ্জামান খান, মুনতাসীর মামুন, কাঙ্গালিনী সুফিয়া, ফকির আলমগীর, আবুল মোমেন, ইমদাদুল হক মিলন, সৌমিত্র শেখর, প্রভাষ আমিন, হামীম কামরুল হক, অঘোর মণ্ডল, মোস্তফা কামাল, তুষার আব্দুল্লাহ, মোহাম্মদ নূরুল হক, মাসুদা ভাট্টি, শান্তা মারিয়া, স্বকৃত নোমান, রুবাইয়াৎ আহমেদ প্রমুখ।রকমারি ডট কম থেকে কিনতে ভিজিট করুন- http://bit.ly/2sJiFq8

এসইউ/এএ/আরআইপি

Advertisement