ফেইসবুক আইডি হ্যাক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অনেক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবি এক নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনে অনেক শিক্ষার্থীই সাইবার ক্রাইমের মাধ্যমে চাঁদাবাজির শিকার হয়েছেন। চাঁদা দাবি করা হয়েছে আরো অনেকের কাছে। এতে ফেইসবুকের মতো সামাজিক মাধ্যম ব্যবহারে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীসহ অনেকেই। প্রথমে ফেইসবুকে স্ট্যাটাস ট্যাগ ও শেয়ারের মাধ্যমে অথবা ম্যাসেজের মাধ্যমে একটি লিংক পাঠানো হচ্ছে। এখানে ফেইসবুক আপডেট করা সংক্রান্ত লিংটিতে ক্লিক করলেই পাসওয়ার্ড-আইডি হ্যাক হয়ে যাচ্ছে। এরপর এই হ্যাকার চক্র তাদের ইচ্ছামতো আইডি ব্যবহার করছে। পরে তারা আইডির মালিকের কাছে চাঁদা দাবি করছে। সম্প্রতি ঘটনার শিকার রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. আলী হুসাইন মিঠু জাগো নিউজকে বলেন, প্রথমে আমার ফেইসবুক আইডিতে একটা ম্যাসেজ আসে। সেটাতে আমি ক্লিক করলেই আমার ফেইসবুক আইডিটি অকেজো হয়ে যায়। পরে ওই হ্যাকার আমার আইডিতে একটা স্ট্যাটাস দিয়েছিলো, ‘এটা আমার নতুন ফোন নাম্বার ০১৭৯১৯৫০৩৭৭’। পরে ওই নাম্বারে ফোন দেওয়া হলে ওপার থেকে বলে,‘আমরা এভাবে ফেইসবুক আইডি হ্যাক করি। এটা আমদের ব্যবসা।’ ওই হ্যাকার ফেইসবুক আইডি ফেরত দেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দেওয়া না হলে তিনি আইডি ফেরত দেবেন না বলেও জানান।ঘটানার শিকার ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুজন আলী বলেন, আমার আইডিটিও হ্যাক করা হয়েছিলো। পরে আমার আইডিতে তাদের দেওয়া ফোন নাম্বারে আমি ফোন দিলে সে আমাকে বলে,‘আমি তোর আইডি নিজের ইচ্ছায় হ্যাক করেছি। তোর কোনো সমস্যা?।’ পরে ইমেল আইডির মাধ্যমে ফেইসবুক রিসেট করে তিনি আইডি ফেরত পেয়েছেন বলে জানান।গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান জানান, আমার আইডিটি হ্যাক করার পর হ্যাকাররা আইডিতে অশ্লীল ছবি পোস্ট দিয়েছিলো। পরবর্তীতে আমার ফেইসবুক বন্ধুদের পর্নোগ্রাফির ওয়েবসাইট ম্যাসেজ করেছিলো। এটা আমাকে খুব সমস্যার মধ্যে ফেলেছিলো।এটা শুধু চাঁদা চাওয়ার ভিতরেই সীমাবদ্ধ নেই। অনেকে আইডি ফেরতের আর কোনো উপায় না পেয়ে ওই হ্যাকারচক্রকে চাঁদা দিতে বাধ্য হচ্ছে। ফলে তাদের ভোগান্তি আরো বেশি।চাঁদা প্রদান করে ফেইসবুক আইডি উদ্ধার পাওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মুস্তাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, আমার আইডিটিও হ্যাক করা হয়েছিলো। পরে তারা চাঁদা দাবি করলে আমি দিতে অস্বীকার করি। কিন্তু তারা এই আইডি থেকে অশ্লীল ছবি ও ভিডিও শেয়ার করবে বলে আমাকে হুমকি দেয়। পরে আমি তাদেরকে চাঁদা দিতে বাধ্য হই।চাঁদা দেওয়াই ঘটনার শেষ নয়। চাঁদা দেওয়ার পরে আইডি ফেরত দেওয়ার কথা থাকলেও অনেকেই আইডি ফেরত দেয়নি হ্যাকারচক্র।হয়রানির শিকার আরেক শিক্ষার্থী মো. হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, ‘আইডিটি হ্যাক করার পর হ্যাকাররা একটি ফোন নাম্বার (০১৭৯১৯৫০৩৭৭) পাঠায়। আমার আইডি ফেরত পাওয়ার জন্য তাদেরকে আমি ওই নাম্বারে টাকা বিকাশ করি। কিন্তু তারপরও তারা আমার আইডি ফেরত দেয়নি।’এই ফেইসবুক আইডি হ্যাক গণমাধ্যম হিসেবে সমাজের উপর কি ধরনের প্রভাব ফেলতে পারে এমন প্রশ্নের উত্তরে আইন বিভাগের অধ্যাপক ড.এম আহসান কবির জাগো নিউজকে বলেন, সামাজিক গণমাধ্যমে এ ধরনের কর্মকাণ্ড সমাজের ওপর ব্যাপক প্রভাব ফেলতে পারে। কারো আইডি তার (আইডি মালিক) অগোচরে ব্যবহার করা এক ধরনের অপরাধ। সেই আইডি থেকে অন্যের মর্যাদা হানিকারক বক্তব্য, ছবি বা ভিডিও পাঠানোতে পারস্পারিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে জানান তিনি।বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শামীম আহমদ জাগো নিউজকে বলেন, ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহারকারীদের অসাবধানতার কারণে প্রায়ই তাদের আইডি হ্যাক হয়ে থাকে। অধিকাংশ সময় আইডিতে লগ ইন করে ব্যবহারকারীরা ফেইসবুক থেকে বের হয়ে যান। ফলে এটি বেশি ঘটে থাকে। তিনি আরো বলেন, ফেইসবুক আইডির পাসওয়ার্ডে তাদের নাম বা ফোন নাম্বার দিয়ে রাখার কারণে আইডি হ্যাক করতে হ্যাকারদের সুবিধা হয়। শুধু ফেইসবুক নয় ইমেলের আইডির ক্ষেত্রেও পাসওয়ার্ড ব্যবহার করতে সতর্ক থাকার জন্য বলেন তিনি। এ বিষয়ে সাইবার ক্রাইম অফিসের লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট নাজনীন জাগো নিউজকে বলেন, ফেইসবুক আইডি হ্যাকের বিষয়টি এখন সচরাচরই ঘটছে। তিনি বলেন, এটা সাধারণত কাছের কোনো ব্যক্তি করে থাকে। যিনি ওই আইডি‘র মালিক সম্পর্কে বিস্তারিত জানেন। অকেজো হওয়া আইডি ফেরত পাওয়ার বিষয়ে তিনি বলেন, ওই হ্যাকার যাতে আইডি থেকে অশালীন কর্মকাণ্ড না ঘটাতে পারে সে ব্যবস্থা আমরা করতে পারি। ফেইসবুক আইডি সুরক্ষিত রাখতে তিনি আইডির সিকিউরিটি বাড়ানোর জন্য ব্যবহারকারীদের পরামর্শ দেন।এসএস/এমএস
Advertisement