দেশজুড়ে

খুলে দেয়া হলো আখতারুজ্জামান ফ্লাইওভার

খুলে দেয়া হয়েছে চট্টগ্রামের বৃহত্তম উড়ালসড়ক ‘আখতারুজ্জামান ফ্লাইওভার’। শুক্রবার বিকেলে মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত ৫ দশমিক ২ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৪ ফুট প্রস্থের ফ্লাইওভারটির এক পাশ খুলে দেয়া হয়। ঈদের পর যান চলাচলের জন্য পুরোপুরিভাবে এটি উন্মুক্ত করা হবে।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি উদ্বোধন করার কথা রয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।

সিডিএ সূত্রে জানা যায়, আখতারুজ্জামান ফ্লাইওভারটির নির্মাণব্যয় ধরা হয় ৬৯৬ কোটি টাকা। এর মধ্যে মূল অবকাঠামো তৈরিতে ব্যয় ধরা হয়েছে ৪৫০ কোটি টাকা এবং র‌্যাম্প ও লুপ তৈরির কাজে ব্যয় করা হবে ২৪৬ কোটি টাকা। কাজের মেয়াদকাল ২০১৮ সালের জুন মাস পর্যন্ত থাকলেও এর আগেই কাজ শেষ করা হয়।

ফ্লাইওভারটি মুরাদপুর এন মোহাম্মদ কনভেনশন সেন্টারের সামনে থেকে শুরু হয়ে জমিয়তুল ফালাহ মসজিদের পশ্চিম গেটের সামনে হয়ে লালখান বাজারে এসে নেমেছে।

Advertisement

এফএ/জেআইএম