তিন সিটি কর্পোরেশনের ভোটে কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ও নাজেহালের ঘটনা তদন্তে গঠিত কমিটি আজ রোববার প্রিজাইডিং কর্মকর্তাদের বক্তব্য শুনবে। নির্বাচন কমিশনের উপ সচিব ও তদন্ত কমিটির সদস্য মু. আবদুল অদুদ এ তথ্য জানান।অদুদ বলেন, ৩০ ভোটকেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে শুনানিতে ডাকা হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের (সার্বিক) কার্যালয়ে ভোটের দিন কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ও নাজেহালের বিষয়ে তাদের বক্তব্য নেওয়া হবে।ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে শুনানিতে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্যে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি। আগামী ২০ মে ওই সব কেন্দ্রে নিয়োজিত পুলিশ প্রতিনিধিদের শুনানি হবে বলেও জানান তদন্ত কমিটির সদস্য অদুদ।এরপর ভুক্তভোগী সাংবাদিকদের বক্তব্য শোনা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ভোটকেন্দ্রের সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা, ইসির পর্যবেক্ষক ও দল সংশ্লিষ্টদেরও শুনানি করা হতে পারে।উল্লেখ্য, গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত সিটি নির্বাচনে অন্তত ডজনখানেক সাংবাদিক ভোটকেন্দ্রে প্রবেশ করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয়-কর্মী সমর্থকদের বাধার মুখে পড়েন। এ ঘটনার পর ঢাকায় অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে (সার্বিক) আহবায়ক করে যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইমস অ্যান্ড অপস) ও ইসি সচিবালয়ের নির্বাচন সমন্বয় শাখার উপ সচিবের সমন্বয়ে একটি এবং চট্টগ্রামেও সমমর্যাদার কর্মকর্তাদের নিয়ে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। এএইচ/এমএস
Advertisement