আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি আর মানবাধিকার ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি নারী নির্যাতন বেড়েছে বলে মন্তব্য করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। বৃহস্পতিবার গাইবান্ধায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।তিনি বলেন, নারী নির্যাতন বেড়েছে। আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি আর সেইসঙ্গে মানবাধিকারও ক্ষুণ্ন হচ্ছে। আমরা পুলিশ বলি, প্রশাসন বলি আর বিচার ব্যবস্থাই বলি না কেনো, কেউ কিন্তু এ বিষয়কে গুরুত্ব দিয়ে দেখছে না। মানবাধিকারের বিষয়টি নিয়ে রাষ্ট্র সঠিক দায়িত্ব পালন করছে না।অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, রাজনীতির মধ্যে দলীয়কারণ ঘটেছে। এ কারণে মানবাধিকারের চিন্তা-চেতনাকে আমরা এখন পর্যন্ত মেনে চলতে পারছি না। তাই মানবাধিকারের যে দায়িত্ব রাষ্ট্রের ওপর রয়েছে তা সঠিকভাবে পালন হচ্ছে না।গণউন্নয়ন কেন্দ্র, জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও গাইবান্ধা জেলা সামাজিক উদ্যোক্তা দল- নারী নির্য়াতন বন্ধে সামাজিক উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অধ্যাপক জহুরুল কাইয়ুম, উন্নয়নকর্মী আব্দুস সালাম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক মণ্ডল, সাইফুল আলম সাকা, সাংবাদিক আফরোজা লুনাসহ বিভিন্ন রাজনীতিক, সামাজিক, সংস্কৃতিককর্মী। এছাড়া এ সময় শহর ও গ্রাম পর্যায়ের মানবাধিকার ও নারী নেত্রী উপস্থিত ছিলেন।
Advertisement